রাতের অন্ধকারে জম্মুর মিলিটরি স্টেশনের উপর উড়ল Drone, ফের ‘বিস্ফোরক হামলা’র ষড়যন্ত্র?
গোটা এলাকায় জারি হাই এলার্ট।
নিজস্ব প্রতিবেদন: জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে ড্রোন ‘হামলা’র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিপত্তি। জম্মুর কালুচক মিলিটরি স্টেশনের কাছে ফের আকাশে উড়ল দুটি আনম্যানড এরিয়াল ভেহিকেল (UAV) বা ড্রোন। ড্রোন দুটিকে দেখা মাত্রই গুলি করে নামানোর চেষ্টা করেন নিরাপত্তালরক্ষীরা। তবে ড্রোন দুটি এলাকা ছেড়ে চলে যায়।
জানা গিয়েছে, রবিবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ প্রথম ড্রোনটি দেখতে পাওয়া যায়। ভোর রাত ২টো ৪০ মিনিট নাগাদ দ্বিতীয় ড্রোনটি দেখা যায়। জম্মু-পাঠানকোট জাতীয় সড়কের কাছে কালুচাচক-পুরমণ্ডল রোডের কাছে আকাশে ড্রোন দুটিকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। ওই স্থানের খুব কাছেই কালুচক মিলিটরি স্টেশন। ফের একবার সেনা ক্যাম্পে হামলার উদ্দেশেই ওই ড্রোন দুটি ওড়ানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: যে রাস্তায় লেবু জল বিক্রি করতেন, আজ সেই রাস্তা দিয়ে ছুটে যায় অ্যানির লাল বাতির গাড়ি
আরও পড়ুন: দু'সপ্তাহ না পেরোতেই ফের AIIMS-এর জরুরি বিভাগে আগুন
ইতিমধ্যে গোটা এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। জারি রয়েছে সার্চ অপারেশনও। সীমান্তের ওপাড়া থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার নতুন কিছু নয়। বহুবার ভারতীয় সেনার নজর এড়িয়ে এ কাজ করার চেষ্টা করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। তবে এভাবে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক হামলা, কার্যত বেনজির। ফলে এই ধরনের হামলা চিন্তায় রেখেছে তদন্তকারী সংস্থা এবং গোয়েন্দাদের।