মায়াবতীর নির্বাচনী জনসভায় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে দুই
উত্সবের মরসুমে দুর্ঘটনা। মায়াবতীর নির্বাচনী জনসভায় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। ঘটনায় কমপক্ষে আঠাশজন আহত। আজ লখনউয়ের কাঁসিরাম স্মারক ময়দানে বিএসপি সুপ্রিমো মায়াবতীর নির্বাচনী জনসভা ছিল। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় সভায়। সভা শেষে বের হওয়ার পথে অস্থায়ী সিঁড়িতে পড়ে যান কয়েকজন। তার জেরেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
ওয়েব ডেস্ক : উত্সবের মরসুমে দুর্ঘটনা। মায়াবতীর নির্বাচনী জনসভায় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। ঘটনায় কমপক্ষে আঠাশজন আহত। আজ লখনউয়ের কাঁসিরাম স্মারক ময়দানে বিএসপি সুপ্রিমো মায়াবতীর নির্বাচনী জনসভা ছিল। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় সভায়। সভা শেষে বের হওয়ার পথে অস্থায়ী সিঁড়িতে পড়ে যান কয়েকজন। তার জেরেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- ভারতীয় জলসীমায় ফের আটক সন্দেহভাজন পাক নৌকা
এর মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের। বহু মানুষ এখনও নিখোঁজ। প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু কথা অস্বীকার করেছে বিএসপি। দলের রাজ্য সভাপতির দাবি, অত্যধিক গরমেই মৃত্যু হয়েছে।