দিল্লির ভয়ঙ্কর দূষণের পেছনে রয়েছে পাকিস্তানের ছাড়া বিষাক্ত গ্যাস, দাবি বিজেপি নেতার
বিনীত আগরওয়াল বলেন, ‘এই সমস্যার সমাধান করতে পারবেন মোদী-শাহ জুটি।’
নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন দূষণে নাজেহাল দিল্লি। মঙ্গলবার তা খানিকটা কমছে। কিন্তু গত কয়েকদিনে রাজধানীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স কোথাও কোথাও ১৬০০ ছাড়িয়ে যায়। এই অসহ্য দুষণের পেছনে রয়েছে পঞ্জাব-হরিয়ানায় চাষিদের নাড়া পোড়ানোর ধোঁয়া। এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্ত দূষণের নতুন ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা বিনীত আগরওয়াল।
আরও পড়ুন-বাঁকুড়ায় ৪ বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ নাবালকের বিরুদ্ধে
বিনীত আগরওয়াল সংবাদসংস্থাকে বলেন, ‘এই যে বিষাক্ত বাতাস আসছে তা হয়তো প্রতিবেশী দেশ ছেড়ে দিয়েছে। কারণ তারা আমাদের ভয় পায়। আমাদের এখন ভেবে দেখা উচিত পাকিস্তান ওই বিষাক্ত গ্যাস ছেড়েছে কিনা।’
#WATCH Meerut: BJP leader Vineet Agarwal Sharda speaks on pollution issue. Says "...Ye jo zehreeli hawa aa rahi hai, zehreeli gas aayi hai ho sakta hai kisi bagal ke mulk ne chhodi ho jo humse ghabraya hua hai. Mujhe lagta hai Pakistan ya China humse ghabraye huye hain..." (5.11) pic.twitter.com/Ajnw5d7jXU
— ANI UP (@ANINewsUP) November 5, 2019
বিনীত আগরওয়াল আরও বলেন, ‘নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ও অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। তবুও বিভিন্ন ভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু কোনও কিছুতেই পেরে উঠছে না। যখনই ওরা ভারতের সঙ্গে যুদ্ধ করছে তখনই হেরেছে। এখন তারা হতাশ।’
আরও পড়ুন-দ্রুত কমবে দাম, ইরান-তুরস্ক-মিশর থেকে পেঁয়াজ আনছে কেন্দ্র
পঞ্জাব ও হরিয়ানার চাষিদের নাড়া পোড়ানোর সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিষয়টি নিয়ে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমবিন্দর সিংয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওই মন্তব্যের জন্য কেজরিরও সমালোচনা করেন বিনীত। তিনি বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রীও রাজধানীর দূষণের জন্য চাষিদের নাড়া পোড়ানোকে দায়ি করেছেন। চাষিরা আমাদের দেশের মেরুদণ্ড। দূষণের জন্য চাষি ও শিল্পসংস্থাকে দায়ি করা উচিত নয়। এই সমস্যার সমাধান করতে পারবেন মোদী-শাহ জুটি।’