Dussehra: অত্য়াচারী শ্বশুর-শাশুড়ি, ১৪ বছর পর দশেরায় রাবণ-শূর্পনখাকে জ্বালালেন প্রিয়াঙ্কা!
Dussehra: বিয়ের ১৪ বছর পর দশেরায় শ্বশুরবাড়ির সামনেই তাঁদের জ্বালিয়ে প্রতিবাদ জানালেন এক গৃহবধূ। এমন 'রাবণ' বধের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তার সাহসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
![Dussehra: অত্য়াচারী শ্বশুর-শাশুড়ি, ১৪ বছর পর দশেরায় রাবণ-শূর্পনখাকে জ্বালালেন প্রিয়াঙ্কা! Dussehra: অত্য়াচারী শ্বশুর-শাশুড়ি, ১৪ বছর পর দশেরায় রাবণ-শূর্পনখাকে জ্বালালেন প্রিয়াঙ্কা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/14/497861-ravan.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসার সুখের হয় রমণীর গুণে! আর সংসার সুখের বানাতে সেই রমণীই যদি জ্বালিয়ে ফেলে শ্বশুর-শাশুড়িকে? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের হামিরপুর জেলায়। অভিযোগ, তাদের দাম্পত্য জীবনে সংসারে একমাত্র অশান্তির কারণ শ্বশুর-শাশুড়ি!
আরও পড়ুন, UPSC: ভাঙতেন পাথর, পেতেন ১০ টাকা মজুরি আর একবেলা খাওয়া! সেই ছেলেই আজ IAS অফিসার...
উত্তর প্রদেশের হামিরপুর জেলায় মুশকারা এলাকায় স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদকে রাবণ বানিয়ে শ্বশুরবাড়ির সামনেই তাদের ছবি দেওয়া কুশপুত্তলিকা বানিয়ে জ্বালিয়ে দেন প্রিয়াঙ্কা নামের এক গৃহবধূ। এমন 'রাবণ' বধের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গৃহবধূর কাণ্ড অনেককে অবাক করে দিলেও, আবার তার সাহসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ১৪ বছর আগে সঞ্জীবকে বিয়ে করেন তিনি। এরপর ননদের এক বান্ধবী পুষ্পাঞ্জলির সঙ্গে সঞ্জীবের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তিনি জানতে পারেন। তিনি এও জানতে পারেন, বিয়ের আগে থেকেই পুষ্পাঞ্জলির সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জীবের। বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কাকে একা রেখে পুষ্পাঞ্জলির সঙ্গে অন্য জায়গায় থাকতে শুরু করেন সঞ্জীব। অসুখী দাম্পত্যের জন্যেও দায়ী একমাত্র স্বামীই।
আরও পড়ুন, Kojagari Puja 2024: ১৬ নাকি ১৭ অক্টোবর? পঞ্জিকা মতে কোজাগরী লক্ষ্মীপুজো কবে? জানুন...
প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, এই সব ঘটনা জানার পরেও শ্বশুর-শাশুড়ি কেউই হস্তক্ষেপ করেননি এবং সঞ্জীবকে বাধাও দেয়নি। এমনকী তাঁর দায়িত্ব নিতেও অস্বীকার করেছেন। টানা ১৪ বছর দীর্ঘ অশান্তির পর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এই বছরে দশেরায় শ্বশুর-শাশুড়িকে রাবণ বানিয়ে কুশপুত্তলিকা জ্বালান প্রিয়াঙ্কা।
আরও পড়ুন, Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ-এলাকা! ক্রমশ শক্তি বাড়াচ্ছে তা, তারপর...
এখানেই শেষ নয় তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে লেখেন, 'বেটি বাঁচাও, বেটি পড়াও' উদ্যোগ নিয়েও তাঁর মত শিক্ষিত মেয়েদের রাজ্যে এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে আর এর জন্য বিচারের দাবি জানিয়েছেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)