নথি জটিলতা, সকালের বিমানে কলকাতা আনা গেল না উদয়নকে
নথি জটিলতা। আজ সকালের বিমানে কলকাতায় আনা গেল না আকাঙ্খার খুনি উদয়নকে। আজ রায়পুরে সকাল সাড়ে ৯টার বিমানে তাকে তোলা যায়নি। কারণ, উপযুক্ত নথি না থাকায় উদয়নকে বিমানে নিতে অস্বীকার করে সংশ্লিষ্ট বিমান সংস্থা। আপত্তি ছিল সহযাত্রীদেরও। আসলে এরকমক্ষেত্রে নিয়ম হল, কোনও আসামিকে বিমানে তুলতে গেলে ব্যুরো অফ সিভিল এভিয়েশনের লিখিত অনুমতি লাগে।
ওয়েব ডেস্ক: নথি জটিলতা। আজ সকালের বিমানে কলকাতায় আনা গেল না আকাঙ্খার খুনি উদয়নকে। আজ রায়পুরে সকাল সাড়ে ৯টার বিমানে তাকে তোলা যায়নি। কারণ, উপযুক্ত নথি না থাকায় উদয়নকে বিমানে নিতে অস্বীকার করে সংশ্লিষ্ট বিমান সংস্থা। আপত্তি ছিল সহযাত্রীদেরও। আসলে এরকমক্ষেত্রে নিয়ম হল, কোনও আসামিকে বিমানে তুলতে গেলে ব্যুরো অফ সিভিল এভিয়েশনের লিখিত অনুমতি লাগে।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে জামিন পেলেন সারদা-কাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিং
কিন্তু উদয়নের ক্ষেত্রে এমনটা ছিল না। পাশাপাশি, একজন সিরিয়াল কিলারের সঙ্গে সফর করতে আপত্তি করেন সহযাত্রীরাও। নথি সমস্যা কাটিয়ে বিকেল সাড়ে ৫টার বিমানে উদয়নকে কলকাতায় আনা হবে।
আরও পড়ুন কাকভোরে পুলিস-দুষ্কৃতী গুলির লড়াই হিন্দি সিনেমাকেও হার মানাল