Uddhav Thackeray: বিদ্রোহের আঁচ পেয়েই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চান উদ্ধব, থামান জোটের এক শীর্ষ নেতা!
সূত্রের খবর, ২১ জুন যেদিন একনাথ শিন্ডে-সহ ২১ জন বিক্ষুব্ধ বিধায়ক সুরাটে পাড়ি দিয়েছিলেন, সেদিনই নাকি প্রথমবার ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।
![Uddhav Thackeray: বিদ্রোহের আঁচ পেয়েই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চান উদ্ধব, থামান জোটের এক শীর্ষ নেতা! Uddhav Thackeray: বিদ্রোহের আঁচ পেয়েই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চান উদ্ধব, থামান জোটের এক শীর্ষ নেতা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/27/380393-uddhav-thackeraymaha.jpg)
নিজস্ব প্রতিবেদন: তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ৪০ জনের বেশি বিধায়ক। একে একে তাঁরা যোগ দিয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরে। সূত্রের খবর, প্রথমবার বিদ্রোহের আঁচ পেয়েই নাকি ইস্তফা দেওয়ার কথা ভেবেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তবে, জোটের অন্যান্য শীর্ষ নেতাদের পরামর্শে সেই কাজ করেননি তিনি।
জানা গিয়েছে, একবার নয়, দু'বার নাকি শিবসেনা প্রধানকে আটকেছেন জোটেরই অন্য এক শীর্ষ নেতা। সূত্রের খবর, ২১ জুন যেদিন একনাথ শিন্ডে-সহ ২১ জন বিক্ষুব্ধ বিধায়ক সুরাটে পাড়ি দিয়েছিলেন, সেদিনই নাকি প্রথমবার ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। ফেসবুক লাইভেই ইস্তফা দেওয়ার ঘোষণা করতে চেয়েছিলেন তিনি। তবে জোটের এক শীর্ষ নেতার কথায় পিছিয়ে যান। পরের দিনও একই ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সেবারও বাধা দেন ওই শীর্ষ নেতা।
কে এই নেতা? নাম প্রকাশ্য়ে না এলেও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এনসিপি প্রধান শরদ পাওয়ারের অনুরোধেই নাকি ইস্তফা দেননি উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। যে শরদ পাওয়ারের মস্তিষ্ক প্রসূত এই 'মহাবিকাশ আগাড়ি' (MVA), তিনিই নাকি এবার মহারাষ্ট্র সরকারের ভাঙন আপাতত রোধ করেছেন।