আধার তথ্য গোপন রাখতে 'ভার্চুয়াল আইডি'

আধারের তথ্য গোপনীয়তা সুনিশ্চিত করতে নয়া পদক্ষেপ আধার কর্তৃপক্ষের।   

Updated By: Jan 10, 2018, 05:45 PM IST
আধার তথ্য গোপন রাখতে 'ভার্চুয়াল আইডি'

ওয়েব ডেস্ক: আধারের গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার ভার্চুয়াল আইডি-র সূচনা করল আধার কর্তৃপক্ষ। ওয়েবসাইট থেকে এই ভার্চুয়াল আইডি নিতে হবে আধারপ্রাপকদের। সেই ভার্চুয়াল আইডি সিম ভেরিফিকেশন থেকে নানা কাজে ব্যবহার করতে পারবেন তাঁরা। ১২ ডিজিটের আধার নম্বর লাগবে না।       

আধারের তথ্য গোপন রাখতে এই নয়া ব্যবস্থা চালু করেছে  Unique Identification Authority of India। এতে নির্দিষ্ট কয়েকটি তথ্য প্রকাশ্যে আসবে। শুধুমাত্র নাম, ঠিকানা ও ফটো জানা যাবে। ওয়েবসাইটে আবেদন করলে ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি পাওয়া যাবে। 

.