Budget 2022: প্রবল ধাক্কা দিয়েছে করোনা, স্বাস্থ্য খাতে এবার অনেকটাই বরাদ্দ বাড়াছে কেন্দ্র!

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে হাসপাতাল, বেড, আইসিইউ, অক্সিজেন(Oxigen) সহ একাধিক ঘাটতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে কোথায় দাঁড়িয়ে আমরা

Updated By: Jan 17, 2022, 08:54 PM IST
Budget 2022: প্রবল ধাক্কা দিয়েছে করোনা, স্বাস্থ্য খাতে এবার অনেকটাই বরাদ্দ বাড়াছে কেন্দ্র!

নিজস্ব প্রতিবেদন: টানা করোনা পরিস্থিতিতে প্রবল চাপে মোদী সরকার। দ্বিতীয় ঢেউয়ের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের আর্থিক অবস্থা। এরপর ফের তৃতীয় ঢেউ। এর মধ্য়েই আাগামী মাসে সাধারণ বাজেটে পেশ করতে চলেছে কেন্দ্র। স্বাভাবিকবাবেই প্রশ্ন থেকেই যাচ্ছে, স্বাস্থ্য খাতে কতটা বাড়তি বরাদ্দ করতে চলেছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এবার বাজেটে স্বাস্থ্য খাতে(Healthcare sector) বাড়তে পারে ১০-১২ শতাংশ বরাদ্দ। সবেমিলিয়ে প্যাকেজ হতে পারে ১৮ হাজার কোটি টাকার কাছাকাছি। করোনা ভ্যাকসিনের জন্যে আলাদা প্যাকেজ ঘোষণা হতে পারে। অবশ্য ইতিমধ্যেই ভ্য়াকসিনের(Covid Vaccine) জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে হাসপাতাল, বেড, আইসিইউ, অক্সিজেন(Oxigen) সহ একাধিক ঘাটতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে কোথায় দাঁড়িয়ে আমরা। সেকথা মাথায় রেখে এবার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে নজর দিতে পারে সরকার।

আরও পড়ুন-ওমিক্রন ঠেকাতে পারবে ভারতে তৈরি এই RNA ভ্যাকসিন! শীঘ্রই ট্রায়াল শুরু

আাগামী ৩১ জানুয়ারি সংসদের শুরু হচ্ছে বাজেট অধিবেশন(Budget Session)। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অধিবেশেন চলবে ৮ এপ্রিল পর্যন্ত। বাজেট অধিবেশের প্রথম পর্ব শেষ হবে ১১ ফেব্রুয়ারি। ১৪ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এমনটাই খবর সূত্রের।

অর্থমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বাজেটে কর কাঠামোয় বেশকিছু সাহসী সংস্কার করেছিলেন নির্মলা সীতারমন(Nirmala Sitharaman)। কর্পোরেট ট্য়াক্স কমিয়ে দিয়েছিলেন এক ধাক্কায়। গত ২ বছর করোনার ধাক্কায় সরকারের আর্থিক ক্ষমতায় প্রবল চাপ তৈরি হয়েছে। ফলে এবার সরকার কেন খাতে কতটা বরাদ্দ বাড়ায় বা কাটছাঁট করে সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.