Budget 2022: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ, জেনে নিন গুরুত্বপূর্ণ এই ৮ তথ্য

মোদী সরকারের আমলে সাধারণ বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় রেল বাজেটকে

Updated By: Jan 30, 2022, 06:10 PM IST
Budget 2022: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ, জেনে নিন গুরুত্বপূর্ণ এই ৮ তথ্য

নিজস্ব প্রতিবেদন: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এনিয়ে চতুর্থবার।

করোনা পরিস্থিতিতে প্রবল চাপে দেশের অর্থব্যবস্থা। এরকম এক পরিস্থিতিতে শিল্প, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য মোদী সরকার কতটা বিনিয়োগ করে সেটাই এখন দেখার। তবে বাজেট সম্পর্কে জেনে নিন এইসব তথ্য।

দেশের প্রথম বাজেট

১৮৬০ সালের ৭ এপ্রিল পেশ হয় প্রথম বাজেট। স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। পেশ করেছিলেন তত্কালীন অর্থমন্ত্রী আর কে সম্মুখন।

লম্বা বাজেট বক্তৃতা

২০২০-২১ সালের বাজেট পেশ করার সময় বাজেটের ইতিহাসে সবচেয়ে লম্বা বজেট বক্তব্য পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ৪২ মিনিট। ২০১৯ সালে জুলাইয়ে বাজেট বক্তৃতার জন্য সীতারমন সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ১৭ মিনিট।

সবচেয়ে বেশি কথা বাজেট নথিতে

১৯৯১ সালের বাজেট বক্তৃতায় মনমোহন সিং পড়েছিলেন ১৮,৬৫০ শব্দ। ২০১৮ সালে অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁর বাজেট বক্তৃতায় পড়েছিলেন ১৮,৮০৪ শব্দ। ওই বিপুল সংখ্যক পাঠ করতে জেটলি সময় নিয়েছিলেন ১ ঘণ্টা ৪৯ মিনিট।

সংক্ষিপ্ত বাজেট বক্তব্য

১৯৭৭ সালে তত্কালীন অর্থমন্ত্রী হীরুভাই প্য়াটেল তাঁর বাজেট বক্তব্যে পাঠ করেছিলেন মাত্র ৮০০ শব্দ।

সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশ

প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ১৯৬২-৬৯ পর্যন্ত ১০টি বাজেট পেশ করেছিলেন। তার পরেই ৯টি বাজেট পেশ করার রেকর্ড রয়েছে পি চিদম্বরমের। প্রণব মুখোপাধ্যায়, যশবন্ত সিনহা ও মনমোহন সিং মোট ৮ বার বাজেট পেশ করেছেন।

বাজেটের ভাষা

১৯৫৫ সালে ইংরেজিতে পেশ করা হয় সাধারণ বাজেট। পরে কংগ্রেস বাজেট নথি ইংরেজি ও হিন্দিতে ছাপার প্রথা চালু করে।

আরও পড়ুন-দিল্লির দরবারে বিদ্রোহীরা; রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভ নেই, বললেন রীতেশ

পেপারলেস বাজেট

করোনা পরিস্থিতিতে ২০২১-২২ সালে পেপারলেস বাজেট পেশ করেন সীতারমন। বক্তব্য পড়েন ট্যাব থেকে।

রেল বাজেট

সাধারণ বাজেট ও রেল বাজেট পৃথক ভাবে পেশ করা হতো। মোদী সরকারের আমলে সাধারণ বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় রেল বাজেটকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.