Unlock 3.0: উঠল রাতে চলাচলে নিষেধাজ্ঞা, খুলছে না স্কুল-কলেজ, মেট্রো রেল

সামাজিক, রাজনৈতিক, বিনোদনমূলক, শিক্ষামূলক, ধর্মীয় কোনও জমায়েত করা যাবে না

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 29, 2020, 08:31 PM IST
Unlock 3.0: উঠল রাতে চলাচলে নিষেধাজ্ঞা, খুলছে না স্কুল-কলেজ, মেট্রো রেল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা আক্রান্তের ১৫ লাখ ছাড়িছে। এখনও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। 

মহারাষ্ট্রের মতো রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর মধ্যে দেশের অর্থনীতিকে চালু রাখার লক্ষ্যে আনলকের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। বুধবার  আনলক ৩.০ এর নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খুব বেশি ছাড় দেওয়া হয়নি এবার।

আরও পড়ুন-বাড়িতে ফিরে ছেলে দেখে, চৌকিতে পড়ে মায়ের নিথর দেহ, বাবা ঝুলছে কড়িকাঠে

কী রয়েছে আনলক ৩.০ বিজ্ঞপ্তিতে

# রাতের কার্ফু থাকছে না। ফলে রাতে চলাচল করতে পারবেন সাধারণ মানুষ।

# যোগ প্রশিক্ষণ কেন্দ্র ও জিম খোলা যাবে ৫ অগাস্ট থেকে।

# কনটেনমেন্ট জোনে ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ থাকবে।

# ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার বন্ধ থাকবে।

# বন্ধ থাকবে মেট্রো রেল, সিনেমা হল, বার, অডিটোরিয়াম, সুইমিং পুল, বিনোদন পার্ক।
 
# সামাজিক, রাজনৈতিক, বিনোদনমূলক, শিক্ষামূলক, ধর্মীয় কোনও জমায়েত করা যাবে না।

# দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ওইসব ক্ষেত্রে কবে বিধিনিষেধ উঠবে তা পরে ঘোষণা করা হবে।

আরও পড়ুন-বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে অমিতের শ্রদ্ধা, 'অতীত' মনে করিয়ে ঠুকলেন অভিষেক, খোঁচা পার্থর

# বন্দে ভারত মিশনে আংশিকভাবে আন্তর্জাতিক উড়ান চালু করা হয়েছে।  পরে তা ধাপে ধাপে বাড়ানো হবে।

# দশ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের বেশি বয়স্ক, গর্ভবতী মহিলা, ব্লাড সুগার, হার্টের রোগীদের ঘরেই থাকতে হবে।

.