সপা-বসপার সমঝোতাকে কটাক্ষ যোগীর; বিজেপির উপরে মানুষ রুষ্ট, বললেন অখিলেশ
গোরক্ষপুরে ২১,৮৮১ ভোটের ব্যবধানে জয়ী সমাজবাদী প্রার্থী প্রবীণ কুমার নিশাদ। ফুলপুরে ৫৯,৬১৩ ভোটের ব্যবধানে জয় নাগেন্দ্র প্রতাপ সিং প্যাটেলের।
নিজস্ব প্রতিবেদন: নিজের কেন্দ্রেই এমন পরাজয়! প্রত্যাশা করতে পারেননি যোগী আদিত্যনাথ। অতিরিক্ত আত্মবিশ্বাসের দাম দিতে হয়েছে বলে মনে করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ বলেন, ''নির্বাচনের আবহে এসপি, বিএসপি ও কংগ্রেস জোট করার সিদ্ধান্ত নেয়। আমরা ওদের শক্তি বুঝতে ব্যর্থ হয়েছি। যাই হোক, অতিরিক্ত আত্মবিশ্বাসও হারের কারণ।'' উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কথায়,''অচ্ছে দিন আনতে ব্যর্থ হয়েছে বিজেপি। তাদের বিরুদ্ধে একজোট হয়েছেন উত্তরপ্রদেশের মানুষ।''
৫ বার টানা গোরক্ষপুর থেকে সাংসদ হয়েছেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই গোরক্ষপুরই হাতছাড়া হল যোগীর। সপা-বসপার নির্বাচনী আঁতাঁত বাধা হয়ে দাঁড়াল। তা মেনে নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। যোগী আদিত্যনাথের কটাক্ষ, ''এটা জোট নয়, বরং দর কষাকষি হয়েছে। উন্নয়নে বাধা দিতেই এমনটা করেছে ওরা। আমাদের রণনীতি তৈরি করতে হবে।''
#WATCH UP CM Yogi Adityanath says 'Yeh BSP-SP ka jo rajnitik saudebaazi, desh ke vikas ko baadhit karne ke liye bani hai, iske baare mein hum apni rann neeti tayaar karenge' #UPByPoll pic.twitter.com/DtyHvLeJqH
— ANI UP (@ANINewsUP) 14 March 2018
গতবছর বিধানসভায় ভরাডুবির পর এই জয় অক্সিজেন দিয়েছে অখিলেশ যাদবকে। মায়াবতীর হাত ধরে জেতার পর তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ক্ষুব্ধ মানুষ। জনতাকে কষ্ট দেওয়ার জবাব পেয়েছে এই সরকার। অচ্ছে দিন তো আর এল না। এবার বিজেপির খারাপ দিন আসতে চলেছে।''
Jo sarkaar janta ko dukh deti hai, janta usko sahi jawaab deti hai. Acche din toh aaye nahi, janta ek ho gayi aur BJP ke bure din laane ka kaam kiya: Akhilesh Yadav, SP. #UPByPoll pic.twitter.com/gLoxSk6CQ4
— ANI UP (@ANINewsUP) 14 March 2018
আরও পড়ুন- কংগ্রেসের জামানত জব্দ হলেও যোগীর রাজ্যে বিজেপির হারে উল্লসিত রাহুল