এয়ার ইন্ডিয়ার বিলগ্নী চেয়ে বিরোধী তোপে অজিত সিং
এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘটের অষ্টম দিনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিংয়ের একটি মন্বব্য ঘিরে উত্তাপ ছড়াল লোকসভার। বেসরকারিকরণ নিয়ে মন্তব্যের জেরে লোকসভায় আজ বিরোধীদের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘটের অষ্টম দিনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিংয়ের একটি মন্বব্য ঘিরে উত্তাপ ছড়াল লোকসভার। বেসরকারিকরণ নিয়ে মন্তব্যের জেরে লোকসভায় আজ বিরোধীদের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। কয়েকদিন আগেই এক বেসরকারি চ্যানেলে এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক সমস্যা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং মন্তব্য করেছিলেন এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে বেসরকারি হাতে তুলে দেওয়া ছাড়া অন্য পথ নেই। সংসদের অধিবেশন চলাকালীন সংসদের বাইরে এই মন্তব্য করার জন্য মঙ্গলবার বিজেপি ও বাম সাংসদেরা তীব্র সমালোচনা করেন অজিত সিংয়ের। সরকারের নীতি নিয়ে সংসদের বাইরে এমন মন্তব্য করার জন্য অজিত সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার কথা জানায় বামেরা। কী কারণে, এয়ার ইন্ডিয়ার ৭১ জন পাইলটকে বরখাস্ত করেও ধর্মঘটের অষ্টম দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না, সে ব্যাপারে সরকারের জবাবদিহিও চান বিরোধী সাংসদরা।