"কার গাফিলতিতে দুর্ঘটনা, আজকের মধ্যেই খুঁজে বের করুন,"চেয়ারম্যানকে নির্দেশ রেলমন্ত্রীর

Updated By: Aug 20, 2017, 02:28 PM IST
"কার গাফিলতিতে দুর্ঘটনা, আজকের মধ্যেই খুঁজে বের করুন,"চেয়ারম্যানকে নির্দেশ রেলমন্ত্রীর

ওয়েব ডেস্ক: উৎকল এক্সপ্রেস দুর্ঘটনায় চাপে রেলমন্ত্রক। বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে তড়িঘড়ি ট্যুইট করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

দুর্ঘটনায় এখনও প‌র্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিলেন রেলমন্ত্রী। তিনি ট্যুইট করেছেন, "রেল বোর্ডের কাজে শিথিলতা বরদাস্ত করা হবে না। চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি, কার গাফিলতিতে দুর্ঘটনা, তা আজকের মধ্যেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে খুঁজে বের করতে হবে।"

 

রেলমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। সাতটি কোচ সরানো হয়েছে। সন্ধে ৬টা প‌র্যন্ত বাতিল করা হয়েছে মেরঠ লাইনের সবকটি ট্রেন। 

আরও পড়ুন, মুজফ্ফরনগরে ট্রেন দুর্ঘটনার পিছনে নাশকতা না গাফিলতি?

.