উত্তরাখণ্ডে নিখোঁজদের মৃত ঘোষণার সিদ্ধান্ত সরকারের
উত্তরাখণ্ডে বন্যায় নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিল সে রাজ্যের সরকার। সরকারের পক্ষ থেকে সম্ভবত আজকেই এই কথা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে সরকারী হিসাবে উত্তরাখণ্ডের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৫০০ থেকে ৬০০০ মধ্যে।
উত্তরাখণ্ডে বন্যায় নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিল সে রাজ্যের সরকার। সরকারের পক্ষ থেকে সম্ভবত আজকেই এই কথা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে সরকারী হিসাবে উত্তরাখণ্ডের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৫০০ থেকে ৬০০০ মধ্যে।
কেদারনাথ-রামবারা-গৌরীকুণ্ড-এই অঞ্চলেই মৃত ও নিখোঁজের সংখ্যা সর্বাধিক। মন্দাকিনি নদীর তোড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে গোটা রামবালা জনপদটি।
নিখোঁজ প্রিয়জনদের ছবি হাতে যাঁরা কেদার উপত্যকায় প্রত্যেকটি দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন, বারবার ছুটে গেছেন ত্রাণ শিবিরে তাঁদের খোঁজও আজ শেষ হবে। একমাসের দীর্ঘ অপেক্ষা তাঁদের শুধু নিরাশাই দিয়ে গেল।