ত্রাণ নিয়েও রাজনীতি কং-বিজেপির
উত্তরাখণ্ড নিয়ে এবার সরাসরি রাজনীতি শুরু হয়ে গেল। রাজনৈতিক ময়দানে দুই প্রতিপক্ষ কংগ্রেস এবং বিজেপি। গত শনিবার উত্তরাখণ্ডে গিয়ে তাঁর রাজ্যের পনের হাজার পর্যটককে ফিরিয়ে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে এসেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতার এই সফরের পর এবার উত্তরাখণ্ডে দুর্গতদের জন্য ত্রাণ পাঠাল কংগ্রেস।
উত্তরাখণ্ড নিয়ে এবার সরাসরি রাজনীতি শুরু হয়ে গেল। রাজনৈতিক ময়দানে দুই প্রতিপক্ষ কংগ্রেস এবং বিজেপি। গত শনিবার উত্তরাখণ্ডে গিয়ে তাঁর রাজ্যের পনের হাজার পর্যটককে ফিরিয়ে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে এসেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতার এই সফরের পর এবার উত্তরাখণ্ডে দুর্গতদের জন্য ত্রাণ পাঠাল কংগ্রেস।
আজ কেন্দ্রের মন্ত্রীদের নিয়ে সোনিয়া গান্ধী ফ্ল্যাগ অফ করেন ত্রাণবাহী ট্রাকগুলোর। নরেন্দ্র মোদীর উত্তরাখণ্ড সফরের পর বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করে কংগ্রেস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান তো রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, ইতিমধ্যে উত্তরাখণ্ড সরকারকে বিপর্যয় মোকাবিলায় কী কী সাহায্য করেছে তাঁর সরকার। কংগ্রেসকেও বেঁধে বিজেপি। নরেন্দ্র মোদী আগুনে ঘৃতাহুতি দিয়ে কেদারের মন্দির পুনর্নিমাণে সাহায্যের আশ্বাস দেন।