বারাণসীতে 'জমিবদল'! মসজিদের বাইরের অংশ দান কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টকে
কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর তৈরির জন্য ১৭০০ বর্গফুট জমি দিলেন মুসলিমরা।
নিজস্ব প্রতিবেদন: কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath) করিডর তৈরির জন্য জমি দিল বেনারসের জ্ঞানবাপি মসজিদ। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর তৈরির জন্য ১৭০০ বর্গফুট জমি দিলেন মুসলিমরা। প্রসঙ্গত, জ্ঞানবাপি মসজিদের লাগোয়া অংশেই তৈরি হবে কাশী বিশ্বনাথ ট্রাস্টের করিডর।
কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ একজিকিউটিভ অফিসার সুনীল বর্মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, যে অংশ মন্দিরকে দেওয়া হয়েছে তা ওয়াক্ত বোর্ডের অন্তর্গত। যেহেতু এখানে জমি কেনা বেচা যাবে না সেকারণেই একই দামের জমি মসজিদ কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন, Work from Wedding! নিস্তার নেই, শান্তিতে বিয়ে করতে পারলেন না বর, অবাক আত্মীয়রা
এপ্রিলের প্রথমে বারানসী আদালত Archaeological Survey of India (ASI) -কে কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপি মসজিদ এলাকার সার্ভে করার নির্দেশ দেয়। উল্লেখ্য, কাশী বা বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের গায়েই রয়েছে জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi Masjid)। ১৬৬৯ সালে মূল মন্দিরটি দখল করে জ্ঞানবাপি মসজিদ তৈরি করেন মোঘল বাদশাহ ঔরঙ্গজেব।
২০২০ -র জানুয়ারি মাসে অঞ্জুমান ইন্তাজামিয়া মসজিদ কমিটি জ্ঞানবাপি মসজিদে সার্ভের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করে। তারপর থেকেই শুরু হয়েছিল জলঘোলা।