শিক্ষক দিবসে গরহাজির, তাই ‘মুরগি’ বানিয়ে অদ্ভুত শাস্তি, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক : শিক্ষক দিবসে হাজির হয়নি তারা। আর সেই কারণেই দেওয়া হল এক অদ্ভুত ধরনের শাস্তি। শুধু তাই নয়,ওই ছাত্রদের কাছ থেকে নাকি ৫০ টাকা করে ফাইনও নেওয়া হয়েছে। আর ওই খবর প্রকাশ পেতেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন শিক্ষামহল থেকে। শিক্ষকের দেওয়া অদ্ভুত শাস্তির একটি ভিডিও প্রকাশ পায়। সোশ্যাল মিডিয়া মহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
কী ছিল সেই অদ্ভুত শাস্তি?
মধ্যপ্রদেশের অশোকনগরের একটি স্কুলে শিক্ষক দিবসের দিন বেশ কিছু ছাত্র স্কুলে আসেনি। সেই 'অপরাধে' ছাত্রদের কাঠফাটা রোদে স্কুলের ছাদে নিয়ে যান এক শিক্ষক। শাস্তি হিসাবে 'মুরগি' বানানো হয় তাদের। ভিডিও-তে সেই দৃশ্যই দেখা গিয়েছে।
শিক্ষকের এই ধরনের শাস্তির খবর প্রকাশ হওয়ার পর পরই তা নিয়ে সমালোচনা শুরু হয়। ছাত্রদের কেন ওইভাবে শাস্তি দেওয়া হল, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা দফতর।
দেখুন ভিডিও..
#WATCH: Video of corporal punishment emerges from a private school in Madhya Pradesh's Ashoknagar. pic.twitter.com/cjYYxqQ9DV
— ANI (@ANI) September 7, 2017