সন্তানকে চৌকিদার বানাতে ভোট দিন মোদীকে, বললেন কেজরীবাল

বুধবার টুইটে অরবিন্দ কেজরীবাল বলেন, চৌকিদার বানাতে হলে মোদীকে ভোট দিন, আর যদি সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল তৈরি করতে চান, তা হলে আপ প্রার্থীকে ভোট দিন

Updated By: Mar 20, 2019, 04:24 PM IST
সন্তানকে চৌকিদার বানাতে ভোট দিন মোদীকে, বললেন কেজরীবাল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মোদী জন্য ভোট চাইলেন অরবিন্দ কেজরীবাল! হ্যাঁ, যদি আপনি আপনার সন্তানকে ‘চৌকিদার’ বানাতে চান, তা হলে ভোট দিন মোদীকে। এমনটাই বললেন আম আদমি পার্টির সুপ্রিমো কেজরীবাল।

বুধবার টুইটে অরবিন্দ কেজরীবাল বলেন, চৌকিদার বানাতে হলে মোদীকে ভোট দিন, আর যদি সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল তৈরি করতে চান, তা হলে আপ প্রার্থীকে ভোট দিন। সোশ্যাল মাধ্যমে এ ভাবে দিল্লিবাসীর কাছে ভোট ভিক্ষা করলেন কেজরীবাল। সপ্তাহভর ধরে সোশ্যাল মিডিয়ায় কার্যত ছেয়ে গিয়েছে ‘ম্যায় ভি চৌকিদার’ হ্যাসট্যাগে। নরেন্দ্র মোদী, অমিত শাহ-সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা-মন্ত্রীরা নামের আগে চৌকিদার উপাধি জুড়েছেন। তা দেখাদেখি গেরুয়া সমর্থক-কর্মীরাও একই পথে হেঁটেছেন। বিজেপির চৌকিদার প্রসঙ্গে সরব হয়েছেন বিরোধীরা।

আরও পড়ুন- 'নরেন্দ্র মোদীর নয়, নীরব মোদীর গ্রেফতারের কৃতিত্ব ইংল্যান্ডের সংবাদমাধ্যমের'

গত কাল উত্তর প্রদেশে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বলেন, এ সব চৌকিদার বড়লোকের জন্য। মায়াবতীর কটাক্ষ, প্রধানমন্ত্রী চাওয়ালা গল্প ছেড়ে চৌকিদার মেতেছেন। রাহুল গান্ধী বলছেন, উনি শুধুমাত্র অনিল অম্বানীর চৌকিদার। নিজের অপরাধ কাঁধ থেকে সরাতেই  এমন পদক্ষেপ করছেন মোদী।

উল্লেখ্য, রাফাল বিতর্কের প্রথম থেকেই নরেন্দ্র মোদীকে ‘চৌকিদার চোর’ বলে কটাক্ষ শুরু করেন রাহুল গান্ধী। উঠতে-বসতে মোদীকে রাহুলের ‘চৌকিদার চোর’ বলে সম্বোধন রীতিমতো ছাপ ফেলে সোশ্যাল মাধ্যমে। যা মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। ভোটের মুখে ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান মাস্টারস্ট্রোক ছিল মোদীর। আজ ২৫ লক্ষ ‘সোশ্যাল চৌকিদারের’ সঙ্গে সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ জানান, 'ম্যায় ভি চৌকিদার' প্রচার জন আন্দোলনে পরিণত হয়েছে। ২০ লক্ষ ট্যুইট হয়েছে।  

.