ব্যপম কেলেঙ্কারি: চাপের মুখে নতি স্বীকার, হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য সুপারিশ শিবরাজ সিং চৌহানের
![ব্যপম কেলেঙ্কারি: চাপের মুখে নতি স্বীকার, হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য সুপারিশ শিবরাজ সিং চৌহানের ব্যপম কেলেঙ্কারি: চাপের মুখে নতি স্বীকার, হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য সুপারিশ শিবরাজ সিং চৌহানের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/07/39911-shiv.jpg)
মধ্যপ্রদেশে এবার রহস্যজনকভাবে মৃত্যু হল পুলিস কনস্টেবলের। যদিও এই মৃত্যুর সঙ্গে ব্যপম কেলেঙ্কারির কোনও যোগ নেই বলেই দাবি করেছে সে রাজ্যের পুলিস। এই নিয়ে মধ্যপ্রদেশে ব্যপম কেলেঙ্কারির পর মৃত্যু সংখ্যা গিয়ে ঠেকল ৪৮-এ।
গতকাল ওরচাতে ৪০ বছরের কনস্টেবল রমাকান্ত পান্ডার দেহ তাঁর বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিসের দাবি আত্মহত্যাই করেছেন রমাকান্ত। মদের নেশায় আক্রান্ত ওই কনস্টেবলের বাজারে প্রচুর ধারও বাকি পড়েছিল।
যদিও বিরোধী কংগ্রেস প্রশাসনের এই দাবি উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা অভিযোগ ব্যপম কেলেঙ্কারির জেরেই মৃত্যু হয়েছে ওই কনস্টেবলের। অসমর্থিত সূত্রে খবর ব্যপম কেলেঙ্কারি নিয়ে রমাকান্তকে জিজ্ঞাসাবাদ করেছিল স্পেশাল টাস্ক ফোর্স।
গত কাল সকালে বছর ২৫-এর ট্রেনি সাব ইন্সপেক্টর অনামিকা কুশওয়াহার মৃতদেহ উদ্ধার হয় একটি জলাশয় থেকেই। এ ক্ষেত্রেও প্রাথমিক তদন্তের পুলিস আত্মহত্যার তত্ত্ব খাড়া করেছিল। তবে সেই তত্ত্বও মানতে চায়নি বিরোধীরা।
গতকালই, ৪৭টি মৃত্যুর পরও ব্যাপম কাণ্ডে সিবিআই তদন্তের দাবি উড়িয়ে দেয় কেন্দ্র। আদালতের কোর্টে বল ঠেলে দিয়ে, রাজনাথ সিং জানিয়েছেন, সিবিআই তদন্ত হওয়া না-হওয়া হাইকোর্টের বিবেচনাধীন। তবে ব্যাপম কাণ্ডে পর পর মৃত্যুর জেরে শিবরাজের ইস্তফার দাবিতে চাপ বাড়িয়েছে কংগ্রেস। সরব অন্য বিরোধী দলও।
একের পর এক বিতর্কে জর্জরিত হলেও 'ভাঙবে তবু মচকাবে না' নীতি নিয়ে চলছে বিজেপি। সাফ জানিয়েছে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানের পদত্যাগের কোনও সম্ভাবনাই নেই।
মারণ রহস্য ব্যাপমের পর্দাফাসে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। তবে বারবারই তা খারিজ করে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশের সেই আদালত-যুক্তিকেই সোমবার ঢাল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবরাজ সিংকে পাশে নিয়ে জানিয়ে দিলেন সিবিআই তদন্ত হবে কিনা, তা আদালতের ব্যাপার।
ব্যাপম কেলেঙ্কারারির তদন্ত করছে সিট। যার সদস্যরা সকলেই মধ্যপ্রদেশের পুলিস অফিসার। এখানেই আপত্তি তুলেছে কংগ্রেস। রাজ্য সরকারের তৈরি সিট কখনই ব্যাপম কাণ্ডের নিরপেক্ষ তদন্ত করতে পারে না বলে অভিযোগ তুলেছে তাঁরা। শিবরাজ সিং কৌশলে সিবিআই তদন্ত এড়িয়ে যাচ্ছেন বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
ব্যাপম নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। ব্যাপম কাণ্ডে নাম জড়িয়েছে মধ্যপ্রদেশের রাজ্যপাল রাম নরেশ যাদবেরও। সোমবারই সেই আবেদন গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী বৃহস্পতিবার ওই মামলার পরবর্তী শুনানি