ওয়ালমার্ট লবিং: তদন্তের দাবি মেনে নিল কেন্দ্র
অবশেষে বিরোধীদের দাবি মেনে ওয়ালমার্ট ইস্যুতে তদন্তে রাজি হল কেন্দ্র। আজ সংসদের উভয়কক্ষেই সংসদ বিষয়কমন্ত্রী কমলনাথ এবিষয়ে বিবৃতি দেন। তিনি পরিষ্কার করে দেন তদন্তে সরকারের কোন আপত্তি নেই। বরং তাঁরাও চান সত্যিটা সামনে আসুক।
অবশেষে বিরোধীদের দাবি মেনে ওয়ালমার্ট ইস্যুতে তদন্তে রাজি হল কেন্দ্র। আজ সংসদের উভয়কক্ষেই সংসদ বিষয়কমন্ত্রী কমলনাথ এবিষয়ে বিবৃতি দেন। তিনি পরিষ্কার করে দেন তদন্তে সরকারের কোন আপত্তি নেই। বরং তাঁরাও চান সত্যিটা সামনে আসুক।
সংরক্ষণ বিল নিয়ে অচলাবস্থার মধ্যেই গতকালের পর আজও ওয়ালমার্ট নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা অধিবেশন। আগেই কমলনাথ জানিয়েছিলেন সরকার বিষয়টি নিয়ে বিবৃতি দিতে প্রস্তুত। সংসদের অধিবেশন শান্তিপূর্ণ ভাবে চালানোর অনুরোধ করেন তিনি।
অন্যদিকে, ওয়ালমার্ট লবিং কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রথম থেকেই অনড় ছিল বিজেপি। আজ এক ধাপ এগিয়ে গিয়ে বিজেপি নেতা যশবন্ত সিনহা এবিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এই ইস্যুতে সংসদের দলের অবস্থান ঠিক করতে আজ সকালেই বৈঠকে বসেছিল বিজেপির সংসদীয় দল। ভারতের বাজারে প্রবেশ করার জন্য রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যে গত চার বছরে ১২৫ কোটি টাকা খরচ করেছে ওয়ালমার্ট। গতকাল মার্কিন সেনেটের এই রিপোর্ট ফাঁস হওয়ার পর থেকেই বিরোধীদের তীব্র আক্রমণের মুখে কংগ্রেস। এফডিআই চালু করতে ওয়ালমার্টের থেকে ঘুষ খাওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে গতকাল থেকেই সরব বিজেপি।