পাইপ লাইন ফেটে তিন দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে নদীতে! আতঙ্ক ডিব্রুগড়ে

ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড় জেলার নাহারকাটিয়া শহর সংলগ্ন বুড়ি ডিহং নদীতে। দেখুন সেই অগ্নিকাণ্ডের ভিডিয়ো...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 3, 2020, 07:43 PM IST
পাইপ লাইন ফেটে তিন দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে নদীতে! আতঙ্ক ডিব্রুগড়ে

নিজস্ব প্রতিবেদন: জলে আগুন জ্বলছে দাউ দাউ করে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড় জেলার নাহারকাটিয়া শহর সংলগ্ন বুড়ি ডিহং নদীতে।

সূত্রের খবর, বুড়ি ডিহং নদীর নিচে দিয়ে যাওয়া অয়েল ইন্ডিয়ার অপরিশোধিত তেলের পাইপ ফেটেই এই বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার থেকেই জ্বলছে এই আগুন। তিনদিন ধরে আগুন জ্বলছে, অথচ খবর পেয়েও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন: জামিয়া মিলিয়ায় অব্যাহত CAA বিরোধী বিক্ষোভ, তার মাঝেই মধ্যরাতে ফের চলল গুলি

অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অসমের বিভিন্ন অয়েল ইন্ডিয়ার পাম্পে যে সেন্ট্রাল ট্যাঙ্কের পাম্প থেকে তেল যায় সেখানে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তাঁদের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গোটা ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি বিশেষজ্ঞ দলও পৌঁছেছে। তবে আগুন কী ভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুনের জেরে ক্ষয়ক্ষতি বা কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

.