নিজস্ব প্রতিবেদন: এবার বিধানসভা নির্বাচনে বাংলায় ২০০ বেশি আসন পাবে বিজেপি। রাজ্যে পাবে একজন বিজেপি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সংবাদসংস্থার কাছে এমনটাই দাবি করলেন, দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোটের কাজ করতে পারবে না Civic-Green Police, নির্দেশ নির্বাচন কমিশনের


চার রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ দিল্লিতে বসেছে দলের নির্বাচন কমিটির বৈঠক। এরকম এক পরিস্থিতিতে আজ তেজস্বী(Tejasvi Surva) বেঙ্গালুরুতে সংবাদসংস্থাকে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রয়েছেন হাত গোনা আর কয়েক দিন। ৩ মে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন রাজ্যে।


বাংলায় হিংসার রাজনীতি চলছে বলে দাবি করে ন তেজস্বী। বিজেপি যুব নেতার বক্তব্য, বাম সরকারের হিংসার রাজনীতির ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে আর রক্তের রাজনীতি হবে না। সুশাসন পাবে বাংলার মানুষ।


আরও পড়ুন-বারাকপুরে TMC প্রার্থী রাজীব সিনহা, উত্তরপাড়ায় লড়বেন পূর্ণেন্দু বসু?


উল্লেখ্য, একই দাবি করে আসছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তাঁর দাবি, এবার বিধানসভা নির্বাচনে কমপক্ষে দুশো আসন পাবে দল।