গার্হস্থ্য হিংসায় সারা দেশে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাচ্ছে রিপোর্ট
ভারতীয় পেনাল কোডের ৪৯৮ (এ) ধারার অপব্যবহার নিয়ে যখন সারা দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে সেই সময় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গার্হস্থ্য হিংসায় সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত, স্বামী বা শ্বশুর বাড়ির কোনও সদস্য যদি বিবাহিত মহিলাদের উপর শারীরিক বা মানসিক কোনও রকম অত্যাচার করে, মহিলারা সেক্ষেত্রে এই ধারার প্রয়োগ করে পুলিসের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।
ভারতীয় পেনাল কোডের ৪৯৮ (এ) ধারার অপব্যবহার নিয়ে যখন সারা দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে সেই সময় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গার্হস্থ্য হিংসায় সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত, স্বামী বা শ্বশুর বাড়ির কোনও সদস্য যদি বিবাহিত মহিলাদের উপর শারীরিক বা মানসিক কোনও রকম অত্যাচার করে, মহিলারা সেক্ষেত্রে এই ধারার প্রয়োগ করে পুলিসের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।
এই সপ্তাহে প্রকাশিত NCRB-এর ডেটা অনুযায়ী ২০১৩ সালে পশ্চিমবঙ্গে ৪৯৮(এ) ধারার অধীনে গার্হস্থ্য হিংসার ১৮,১১৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। সারা দেশের মধ্যে যা সর্বাধিক। এই তথ্য অনুযায়ী দেশের মোট গার্হস্থ্য হিংসার ১৫.২৪%-ই ঘটে পশ্চিমবঙ্গে। ২০১৩ সালে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর সামগ্রিক অত্যাচারের ২৯,৮৩৬ টি অভিযোগ (দেশে তৃতীয় সর্বোচ্চ) নথিভুক্ত হয়েছে। যার ৬০% গার্হস্থ্য হিংসার।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট রাজ্য সরকার গুলিকে নির্দেস দিয়ে জানিয়েছে ৪৯৮ (এ) ধারায় অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই যেন পুলিস যেন অভিযুক্তদের গ্রেফতার না করে। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে পশ্চিমবঙ্গে গার্হস্থ্য হিংসার নথিভুক্ত ঘটনা কমলেও গত পাঁচ বছর ধরেই সারা দেশে পশ্চিমবঙ্গে গার্হস্থ্য হিংসার সংখ্যা সর্বাধিক।