মেলায় নাগরদোলা ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা; ছিটকে নীচে পড়ে মৃত্যু ১০ বছরের শিশুর, আহত বহু

নাগরদোলার ট্রলির একটি স্ক্রু ঢিলে ছিল তা জানানো হয় চালককে। তাতে কান দেননি তিনি

Updated By: May 28, 2018, 10:58 AM IST
মেলায় নাগরদোলা ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা; ছিটকে নীচে পড়ে মৃত্যু ১০ বছরের শিশুর, আহত বহু

নিজস্ব প্রতিবেদন: জয় রাইডের আনন্দ নিমেষে বদলে গেল আর্তনাদে। অন্ধ্রপ্রদেশের আনন্তপুরে একটি মেলায় ভেঙে পড়ল বৈদ্যুতিক নাগরদোলা। বিশাল উুঁচু থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হল এক ১০ বছরের শিশুর। আহত আরও ৬ জন। এদের মধ্যে ৩ জনই শিশু।

অারও পড়ুন-ফুলপুর-গোরক্ষপুরের পর কৈরানা, উপনির্বাচনে আজ বড় পরীক্ষার মুখে বিজেপি

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী বিশাল ওই নাগরদোলার ট্রলির একটি সস্ক্রু আচমকাই খুলে ‌যায়। মেলার সবাইকে চমকে দিয়ে বিকট শব্দে নাগরদোলার ট্রলিগুলি খুলে নীচে পড়ে ‌যায়। বিশাল উুঁচু থেকে নীচে ছিটকে পড়তে থাকে আরোহীরাও। এতে ১০ বছরের ওই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয়।

আরও পড়ুন-জামিনের আবেদন নাকচ, ৮ জুন পর্যন্ত জেল হেফাজত আরাবুলের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগরদোলার স্ক্রু ‌যে ঢিলে হয়ে গিয়েছে তা আগেই জানানো হয়েছিল নাগরদোলা চালককে। কিন্তু তাতে কান দেননি চালক। তিনি মত্ত ছিলেন বলেও অভি‌যোগ উঠছে। নাগরদোলা চালককে পুলিসের হাতে তুলে দিয়েছেন মেলা উদ্যোক্তরা।

.