শপথ গ্রহণের আগে আম আদমির অভিযোগ শুনলেন কেজরিওয়াল, কাল মেট্রোয় রামলীলা যাবেন মুখ্যমন্ত্রী

Arvind Kejriwal, who will become Delhi`s seventh and youngest chief minister tomorrow, says he will use the metro to get to Ramlila Maidan for his swearing-in ceremony, along with the other elected members of his Aam Aadmi Party (AAP).

Updated By: Dec 27, 2013, 02:41 PM IST

আগামিকাল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আগে আজ সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের অভিযোগ শুনলেন তিনি। এজন্য আজ দিল্লির বিভিন্ন জায়গায় ছোট ছোট সভা করে আপ। সেখানেই সরাসরি দিল্লির ভাবী মুখ্যমন্ত্রীকে নিজেদের অভিযোগ জানান সাধারণ মানুষ।

আম আদমি পার্টির সরকার গঠনের ঠিক আগে দিল্লিতে সিএনজির দাম কেন বাড়াতে হল, তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর অটোচালকদের এখনই ধর্মঘটে না যাওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

দিল্লিতে সরকারি বিভিন্ন ফাইল লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি মনে করিয়ে দেন, সরকারের যাবতীয় ফাইল সুরক্ষিত রাখার দায়িত্ব এখন দিল্লির মুখ্যসচিবের।

আগামিকাল আম আদমির সঙ্গে মেট্রো চেপেই মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। আপের অন্যান্য মন্ত্রীরাও যাবেন মেট্রোতেই। শপথগ্রহণ অনুষ্ঠানে আম আদমি পার্টির তরফে কোনও ভিভিআইপি অতিথিও থাকছেন না বলে জানান অরবিন্দ কেজরিওয়াল।

.