সিবিআইকে তোপ সুপ্রিম কোর্টের

কয়লা ব্লক কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আজ শুনানির সময় সিবিআইয়ের দাখিল করা হলফনামা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত।

Updated By: Apr 30, 2013, 10:37 AM IST

কয়লা ব্লক কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আজ শুনানির সময় সিবিআইয়ের দাখিল করা হলফনামা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত।
কয়লা কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট আগেই ফাঁস হওয়ার ঘটনাকে গোটা ব্যবস্থার প্রতি চরম বিশ্বাসভঙ্গ বলে মন্তব্য করা হয়েছে ওই শুনানিতে। কয়লা কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট যে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরের এক আমলাকে দেখানো হয়েছিল হলফনামায় এ কথা স্বীকার করে নিয়েছিল সিবিআই। ওই ঘটনায় সিবিআইয়ের ওপর প্রধানমন্ত্রীর দফতর প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কী প্রতিক্রিয়া দেয় তা জানতে সর্বোচ্চ আদালতের দিকেই নজর ছিল গোটা দেশের।
কয়লা কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত হল সংসদের উভয় কক্ষ। লোকসভার কাজকর্ম শুরু হলেই আজ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা। তাঁদের হট্টগোলে প্রশ্নোত্তর পর্ব শুরু করা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার মীরা কুমার। অন্যদিকে, রাজ্যসভাতেও বিরোধীদের বিক্ষোভে কোনও কাজকর্ম করা যায়নি। দুদফায় দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি।

.