গর্বের মুহূর্ত, আকাশে ভেসে দেশকে চারটি রেকর্ড এনে দিলেন বায়ু সেনার কমান্ডার
উইংস্যুট স্কাইডাইভে ৪টি জাতীয় রেকর্ড গড়লেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার গজানন্দ যাদব।
নিজস্ব প্রতিবেদন: একটা, দুটো নয়, উইংস্যুট স্কাইডাইভে ৪টি জাতীয় রেকর্ড গড়লেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার গজানন্দ যাদব। সুখবরটি টুইট করে জানাল ভারতীয় বায়ুসেনা।
প্রথম রেকর্ডটি হল, ভারতে উচ্চগতির বিমান (An-32) থেকে প্রথম কোনও বায়ুসেনার আধিকারিক ঝাঁপ মারলেন।
দ্বিতীয়, সর্বোচ্চ ২৪,৪০০ ফুট উঁচু থেকে উইংস্যুটে ঝাঁপ মারলেন গজানন্দ। এর আগে এত উঁচু থেকে কেউ ঝাঁপ দিতে পারেননি।
তৃতীয়, রাতে ৮,০০০ ফুট উঁচু থেকে উইংস্যুট ঝাঁপও দিয়েছেন গজানন্দ যাদব। এটাও রেকর্ড।
চতুর্থ, রাতে ১২,০০০ ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়েছেন গজানন্দ। উইংস্যুটে ৯,০০০ ফুট পর্যন্ত ভাসার পর স্যুট খোলেন।
উইং কমান্ডারের এহেন কৃতিত্বের পর টুইট করে তা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। সঙ্গে রয়েছে একটি ভিডিয়ো।
Wg Cdr Gajanand Yadava made 04 National records in the field of WINGSUIT SKYDIVE JUMP.
a) He undertook the 1st ever wingsuit skydive jump from high speed aircraft (An-32) in India.
b) Highest wingsuit jump from an altitude of 24400 ft.
c) Night wingsuit jump from 8000 ft. pic.twitter.com/Fu3xhVwvdV— Indian Air Force (@IAF_MCC) January 4, 2019
এমন কীর্তির পর উপচে পড়েছে শুভেচ্ছা। গজানন্দ যাদবকে অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা।
Congratulations Wing Commander Gajanand Yadava @gauravcsawant @ShivAroor
— Manoj Gupta (@PassionForNews) January 4, 2019
Congratulations sir. We are proud of you.
— Anita Sabharwal (@anita_sabharwal) January 4, 2019
Thousands salutes to all Air Force Men. Jai hind ki sena. Vande matram
— Patriot (@Patriot84032974) January 4, 2019
বলে রাখি, কয়েকদিন আগে আগরায় ৩০x২০ ফুটের দুটি পতাকা নিয়ে বিমান থেকে ধাঁপ দেন যাদব। সেটিও ছিল রেকর্ড।
আরও পড়ুন- সাইকেলের সঙ্গে দুর্ঘটনায় ভেঙেচুরে গেল গাড়ির সামনের অংশ