জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ-চোখে উপর লাল লঙ্কার গুঁড়ো, আঠা দিয়ে মুখ বন্ধ! নির্মম অত্যাচারের শিকার এক মহিলা। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের গুনা জেলায়। পুলিস জানিয়েছে, গত ২ বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্কে ছিলেন নির্যাতিতা।
Add Zee News as a Preferred Source
অভিযুক্ত নির্যাতিতা মহিলার প্রতিবেশী ছিলেন। জানা গিয়েছে, ওই মহিলার পৈতৃক সম্পত্তি ছিল। তার উপরই অভিযুক্তের নজর ছিল। অভিযুক্ত চেয়েছিল যে ওই মহিলা তাঁর নামে ওই সম্পত্তি লিখে দেয়। কিন্তু তিনি তাতে নাকচ করে দেয়। যার জেরে অভিযুক্ত তাঁকে বেরধরক মারধর করে। তাঁর চোখ ও মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারে। এমনকি আঠা দিয়ে তাঁর মুখ বন্ধ করে দেয়।
আরও পড়ুন:Viral Video: ক্লাস বন্ধ রেখে স্কুলেই ফেসিয়াল করাচ্ছেন প্রিন্সিপাল, হাতেনাতে ধরতেই রক্তাক্ত কাণ্ড...
নির্যাতিত মহিলাকে গুরুতর অবস্থা। তাঁকে ইতোমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে জানা গিয়েছে, এই রকম অমানবিক অত্যাচারের কারণে তাঁর অবস্থা সংকটজনক।
মহিলার বাবা মারা গিয়েছেন। তাই বাবার অবর্তমানে পৈতৃক বাড়িটি তাঁর মায়ের নামে নিবন্ধিত ছিল। নির্যাতিতা জানায়, অভিযুক্ত তাঁর প্রতিবেশী। তার ভিকটিমের পৈতৃক সম্পত্তির দিকে নজর ছিল। সে চেয়েছিল তার নামে সম্পত্তি লিখে দেওয়া হোক। নির্যাতিতা বাধা দিলে তাঁর উপর শারীরিক নির্যাতন করা হয়।
এএসপি মান সিং ঠাকুর বলেছেন যে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। নির্যাতিতা এবং অভিযুক্তের মধ্যে গত ২ বছর ধরে সম্পর্ক ছিল। শুধু তাই নয়, পুলিস অভিযুক্তের বাড়ি থেকে বেআইনি মদও উদ্ধার করেছে।
আরও পড়ুন:West Bengal Lok Sabha Election 2024: কেন বছর-বছর ভয়ংকর এই দাবদাহের মধ্যেই লোকসভা ভোট অনুষ্ঠিত হয়, জানেন?
এর আগে ১৫ এপ্রিল পরিবারিক অশান্তি এমন একটা জায়গায় পৌঁছল যে চরম পদক্ষপ করে ফেলল দুই গৃহবধূ। পরিবারির গন্ডগোলে শাশুড়িকে পিটিয়ে মারল বাড়ির দুই বউ। মাকে যখন বউরা পাথর ও লাঠি দিয়ে পিটিয়ে মারছে বউরা তখন তা দাঁড়িয়ে দেখল দুই ছেলে। চেখের সামনে এমন ঘটনা দেখে পুলিসে খবর দেন প্রতিবেশীরা। পাশাপাশি হাসপাতালে ভর্তির করেন আহত বৃদ্ধাকে। কিন্তুত তাঁকে বাঁচানো যায়নি। মধ্য প্রদেশের গোয়ালিয়ারের ঘটনা।
ওই ঘটনায় দুই গৃহবধূর বিরুদ্ধে খুনের মামলা করেছে পুলিস। পাশাপাশি বড়ে ছেলে ও ছোট বউয়ের বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিস। এনিয়ে গ্রামবাসী প্রবল ক্ষুব্ধ। পুলিস তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)