Karnataka Video: মাঝ রাস্তায় মহিলা আইনজীবীকে 'থাপ্পর-কিল-লাথি', সাহায্যে এগিয়ে এল না কেউই!
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সেই মারধরের ভিডিও। তবে সবচেয়ে বেশ অবাক করেছে যে, চোখের অন্যায় হতে দেখেও কেউ মহিলার সাহায্যে এগিয়ে আসেনি।
![Karnataka Video: মাঝ রাস্তায় মহিলা আইনজীবীকে 'থাপ্পর-কিল-লাথি', সাহায্যে এগিয়ে এল না কেউই! Karnataka Video: মাঝ রাস্তায় মহিলা আইনজীবীকে 'থাপ্পর-কিল-লাথি', সাহায্যে এগিয়ে এল না কেউই!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/15/375735-woman-beating.jpg)
নিজস্ব প্রতিবেদন: পরপর থাপ্পর এবং লাথি। মাঝ রাস্তায় এভাবেই একজন মহিলাকে মারছেন এক ব্যক্তি। সব দেখেও কেউ উদ্ধার করতে তো এগিয়ে এলেনই না, একবার প্রতিবাদও করলেন না।
শনিবার বিকেলে এমনই ঘটনার সাক্ষী থেকেই কর্ণাটকের বিনায়ক নগর এলাকা। সেখানে একজন মহিলা আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। কিল, লাথি, থাপ্পর, মহিলাকে মারতে কোনও কিছু বাকি রাখেনি অভিযুক্ত। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সেই মারধরের ভিডিও। তবে সবচেয়ে বেশ অবাক করেছে যে, চোখের অন্যায় হতে দেখেও কেউ মহিলার সাহায্যে এগিয়ে আসেনি।
জানা গিয়েছে, মহিলার নাম সংগীত। তিনি পেশায় একজন আইনজীবী। অভিযুক্তের নাম মহান্তেশ। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিস। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, একটি সম্পত্তিগত মামলায় আইনজীবী সংগীতা, তাকে খুব অসুবিধার মধ্যে ফেলেছিল। তাঁর জন্য বহু হয়রানি পোয়াতে হয়েছে। সেজন্য হামলা করেছে।
Trigger warning: A lawyer was brutally assaulted by a man named Mahantesh in Vinayak nagar, Bagalkot, Karnataka. pic.twitter.com/kZ3OpUeKbi
— Mohammed Zubair (@zoo_bear) May 14, 2022