ভিডিয়ো: সেনার মধ্যে দেবদর্শন, বন্যায় উদ্ধারের পর পায়ে হাত দিয়ে প্রণাম মহিলার

সাংলি থেকেই উদ্ধার করা হয় এক মহিলা ও তাঁর পরিবারকে।

Updated By: Aug 11, 2019, 10:09 PM IST
ভিডিয়ো: সেনার মধ্যে দেবদর্শন, বন্যায় উদ্ধারের পর পায়ে হাত দিয়ে প্রণাম মহিলার

নিজস্ব প্রতিবেদন: মানুষের মধ্যেই থাকেন ঈশ্বর। বন্যা কবলিত মহারাষ্ট্রে উদ্ধারকারী দলের জওয়ানের মধ্যে সেই ঈশ্বরকে দেখতে পেলেন এক মহিলা। সেনার প্রতি কৃতজ্ঞতার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।    

এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক জেলা। বন্যার ফলে ঘরছাড়া লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মহারাষ্ট্রের সাংলিতে বন্যা কবলিত এলাকায় স্পিডবোটে করে পৌঁছয় সেনা। বন্যা আক্রান্ত এলাকা থেকে গ্রামবাসীকে উদ্ধার করার ব্যবস্থা করা হয়। 

সাংলি থেকেই উদ্ধার করা হয় এক মহিলা ও তাঁর পরিবারকে। বন্যার বিপর্যয়ে বিপদের মধ্যে দিন কাটিয়েছেন ওই মহিলা। কিন্তু, উদ্ধার হওয়ার পরও নিজের সংস্কৃতি ভুলে যাননি তিনি। বোটে বসেই উদ্ধারকারী দুই সেনার পা ছুঁয়ে প্রণাম করলেন। বিপদের হাত থেকে সাক্ষাত্ দেবতার মতো উদ্ধার করার জন্য ধন্যবাদ জানালেন। মহিলার চোখে-মুখে কৃতজ্ঞতা ও আনন্দের ছাপ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিয়েছে এই ভিডিয়ো। সেনার প্রতি তাঁর শ্রদ্ধা ভারতীয় সংস্কৃতির সনাতন রূপটি তুলে ধরে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন- ভিডিয়ো: দুই কাঁধে দুই শিশু, দেড় কিলোমিটার কোমর জল ঠেলে উদ্ধার গুজরাত কনস্টেবলের 

.