সুপ্রিম কোর্টও ‘ওয়ার্ক ফ্রম হোম’! বাড়ি থেকে মামলা লড়বেন আইনজীবীরা
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, সারা দেশজুড়ে কোরোনাভাইরাস আক্রান্তর সংখ্যা বৃদ্ধি ক্রমশ পাচ্ছে
নিজস্ব প্রতিবেদন: করোনার হানা এবার দেশের সর্বোচ্চ আদালতেও। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হবে না আর কোনও ব্যক্তিগত শুনানি। এমনটাই জানাল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, সারা দেশজুড়ে কোরোনাভাইরাস আক্রান্তর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারই জেরে আইনজীবীদের চেম্বার সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "আইনজীবীরা বাড়ি থেকে মামলাগুলি আদালতে উপস্থাপন করতে পারেন এমন একটি ব্যবস্থা করা হচ্ছে।"
প্রধান বিচারপতি বোবদের কথায়, "শীঘ্রই আইনজীবীদের লিঙ্ক দেওয়া হবে। তাঁরা বাড়িতে বসেই মামলার তর্ক করতে পারবেন। কীভাবে ভিডিয়ো কল করার জন্য লিঙ্কগুলি ডাউনলোড করতে হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে।"
আরও পড়ুন- নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা, লকডাউন নিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ মোদীর
প্রধান বিচারপতি এস এ বোবদে আগেই জানিয়েছিলেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বিষয়ে শুনানি করবে শীর্ষ আদালত। নিজেদের বাড়িতে বসেই অংশগ্রহণ করতে পারবেন আইনজীবীরা। শীর্ষ আদালতে প্রবেশের জন্য আইনজীবীদের দেওয়া সমস্ত বৈদ্যুতিন পাস বাতিল করা হয়েছে। তাঁদের চেম্বারগুলি আগামিকাল বিকেল ৫ টায় বন্ধ করা হবে।
দেশে অত্যন্ত দ্রুত গতিতে ছড়াচ্ছে কোভিড-১৯। বিশ্বব্যাপী প্রায় এপর্যন্ত ১৩,০০০ মানুষকে হত্যা করেছে নোভেল করোনা। ভারতে এপর্যন্ত করোনা আক্রান্ত ৪২৫ জন।