আজ বিশ্ব পোলিও দিবস, এখন গোটা বিশ্বে ২৪৩জন পোলিও রোগে আক্রান্ত, ভারতে কত?
আজ ২৪ অক্টোবর। শুধুই আর ১০টা সাধারণ দিনের মতো নয়।
ওয়েব ডেস্ক: আজ ২৪ অক্টোবর। শুধুই আর ১০টা সাধারণ দিনের মতো নয়।
আজ বিশ্ব পোলিও দিবস। গত এক দশক ধরে আজকের দিনেই আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক পোলিও দিবস। সারা পৃথিবীতেই এখন পোলিও রোগের সংখ্যা কমেছে। কিন্তু বিশ্ব সাস্থ্য সংস্থা কমাতে নয়, রোগের একেবারে নির্মূলে বিশ্বাসী। গত ১৪ অক্টোবরের রিপোর্ট অনুযায়ী এখনও গোটা বিশ্বে ২৪৩ টি পোলিও রোগ ধরা পড়েছে। এর সবকটিই ধরা পড়েছে নাইজিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানে। বিশ্ব সাস্থ্য সংস্থা তাই এই তিন দেশে বিশেষভাবে নজর দিচ্ছে।
একজন ভারতীয় হিসেবে এই তথ্য আপনাকে গর্বিত করবে যে, এ দেশে হাজার হাজার পোলিও রুগীর দেখা পাওয়া যেত। কিন্তু গত ৪ বছরে ভারতে একটিও পোলিও রোগের কেস ধরা পড়েনি।