মুম্বই ধারবাহিক বিস্ফোরণের সফলতা তাঁকে খুশি করেছিল, মহারাষ্ট্র এটিএসকে জানলেন ভাটকল

২০১১ এর বাণিজ্য নগরীতে ধারাবাহিক বিস্ফোরণ। মূলচক্রী ইন্ডিয়ান মুজাইদ্দিনের মাস্টার মাইন্ড ইয়াসিন ভাটকল। গ্রেফতার হওয়া কুখ্যাত জঙ্গি মহারাষ্ট্র পুলিসের সন্ত্রাস দমন শাখা এটিএসকে জানিয়েছেন, ধারাবাহিক বিস্ফোরণের সফলতা তাঁকে খুশি করেছিল। পুলিসের এক ডিসিপি পদমর্যাদকার আধিকারিককে বয়ান দেওয়ার সময় এমনটাই জানিয়েছেন ভাটকল।

Updated By: Jul 5, 2014, 12:42 PM IST

২০১১ এর বাণিজ্য নগরীতে ধারাবাহিক বিস্ফোরণ। মূলচক্রী ইন্ডিয়ান মুজাইদ্দিনের মাস্টার মাইন্ড ইয়াসিন ভাটকল। গ্রেফতার হওয়া কুখ্যাত জঙ্গি মহারাষ্ট্র পুলিসের সন্ত্রাস দমন শাখা এটিএসকে জানিয়েছেন, ধারাবাহিক বিস্ফোরণের সফলতা তাঁকে খুশি করেছিল। পুলিসের এক ডিসিপি পদমর্যাদকার আধিকারিককে বয়ান দেওয়ার সময় এমনটাই জানিয়েছেন ভাটকল।

ধারাবাহিক বিস্ফোরণের চক্রান্ত করে অপরাধ করেছেন, এমনটা মানতে রাজি নন ইন্ডিয়ান মুজায়িদ্দিন মাস্টার মাই ন্ড। ভাটকলের সঙ্গী আসাদুল্লা আকতরও পুলিসের জেরার মুখে স্বীকার করতে চাননি তিনি অপরাধ করেছেন।

পুলিসের হাতে ধরা পড়া দুই জঙ্গিই জানিয়েছেন গোধরা দাঙ্গার প্রতিশোধ নিতেই ২০০৫ থেকে এদেশের বিভিন্ন প্রান্তে নাশকতারবহু ঘটনা ঘটিয়েছে ইন্ডিয়ান মুজায়িদ্দিন। গতবছর বিহার থেকে ভাটকলকে গ্রেফতার করে এনআইএ। বর্তমাতে মুম্বই এটিএসের হেফাজতে রয়েছে সে। মুম্বই বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে ভাটকলের বিরুদ্ধে গত ১৬ জুন ৩০০ পাতার চার্জশিট পেশ করে মুম্বই পুলিস।

.