অকংগ্রেসি, অবিজেপি বিকল্প শক্তির পক্ষে সওয়াল করলেন ইয়েচুরি, মোদীর উন্নয়নের প্রচার শুধুই ধোঁকা, দাবি বৃন্দার
ফের অকংগ্রেসি, অবিজেপি দলগুলিকে নিয়ে বিকল্প শক্তির পক্ষে সওয়াল করলেন সীতারাম ইয়েচুরি। অন্যদিকে, বৃন্দা কারাতের দাবি, গুজরাতের উন্নয়ন নিয়ে মোদীর দেওয়া যাবতীয় তথ্য ভুয়ো। সাম্প্রদায়িক সংঘাতের ঘটনাও বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অত্যন্ত বেশি বলে দাবি করেন তিনি। পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, প্রকৃত অর্থেই ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, জনমুখী বিকল্প গড়ার চেষ্টা হচ্ছে। নেতা নয়, নীতি নিয়েই তাঁরা ভাবছেন।
ফের অকংগ্রেসি, অবিজেপি দলগুলিকে নিয়ে বিকল্প শক্তির পক্ষে সওয়াল করলেন সীতারাম ইয়েচুরি। অন্যদিকে, বৃন্দা কারাতের দাবি, গুজরাতের উন্নয়ন নিয়ে মোদীর দেওয়া যাবতীয় তথ্য ভুয়ো। সাম্প্রদায়িক সংঘাতের ঘটনাও বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অত্যন্ত বেশি বলে দাবি করেন তিনি। পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, প্রকৃত অর্থেই ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, জনমুখী বিকল্প গড়ার চেষ্টা হচ্ছে। নেতা নয়, নীতি নিয়েই তাঁরা ভাবছেন।
তিনি বলছেন, সর্বশক্তি দিয়ে বিজেপিকে রোখার চেষ্টা করছে বামেরা। কিন্তু, তার মানে এই নয় যে, বামেরা কংগ্রেসের উদারনীতিকে স্বাগত জানাচ্ছে। মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আশা, দু-হাজার চারের মতো পরিস্থিতি এ বার হবে না। সাম্প্রদায়িক বিজেপিকে ঠেকাতে সেবার বামেরা কংগ্রেসকে সমর্থনে বাধ্য হয়েছিল বলে তিনি দাবি করেন।
নিজের মন্তব্যে বুদ্ধবাবু অবশ্য কোথাও বলেননি এ বারও আবার বিজেপিকে ঠেকাতে বামেরা কংগ্রেসকেই সমর্থন করবে কি না। সেই সূত্রেই সোমবার সীতারাম ইয়েচুরি বলেন,
তাঁর এই মন্তব্যে একটা কথা স্পষ্ট, ভোটের পর সমস্ত সম্ভাবনাই খোলা রাখছে বামেরা। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য পিটিআই সাক্ষাত্কারে নরেন্দ্র মোদীকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি। তাঁর সাফ কথা,
জনমত সমীক্ষায় মোদী এগিয়ে বলেই তাঁর নীতি ভাল, তা নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ১৯৩৩ সালে জার্মানিতে ভোটে জিতেছিলেন হিটলার। এর মানে কি তাঁর নীতি ঠিক ছিল? মোদীর প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রচার সম্পর্কে তাঁর মন্তব্য, এর পিছনে আছে আরএসএস এবং কর্পোরেট জগতের যৌথ প্রয়াস।
সোমবার বৃন্দা কারাতও সংখ্যাতত্ত্ব দিয়ে দেখাতে চাইলেন, গুজরাতে উন্নয়ন নিয়ে নরেন্দ্র মোদীর দেওয়া যাবতীয় তথ্য যে শুধু মিথ্যা তাই-ই নয়, মুজফফরনগর, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশার কন্ধমালে কখনও আরএসএস, কখনও বিজেপি-শিবসেনা জোট, কখনও একা বিজেপি আবার কখনও বিজেপি-বিজেডি জোট বারবার সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটিয়েছে।
তাঁর পর্যবেক্ষণ, প্রতিবার নির্বাচনের এক বছর আগে থেকে এই ধরনের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা বাড়তে দেখা যায়। শুধুমাত্র গুজরাতেই এই ধরনের ঘটনা ১০%-এর কাছাকাছি।