নতুন দল গড়ার পথে যোগেন্দ্র যাদব?

Updated By: Apr 14, 2015, 04:50 PM IST
নতুন দল গড়ার পথে যোগেন্দ্র যাদব?

আম্বেদকার জয়ন্তীতে 'স্বরাজ সংবাদ' সম্মেলনের ডাক দিলেন আপের বিদ্রোহী নেতা যোগেন্দ্র যাদব। ৩০০০ নেতা কর্মী নিয়ে দিল্লিতে গুরগাঁওয়ে এই সন্মেলনের আয়োজন করা হয়েছে।  ভবিষ্যতে দলের পরিকল্পনা , নীতি এবং কর্মসূচি নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। "এটা একটা নতুন শুরু। সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করব আমরা। এবং তা খুব দৃঢ় ভাবেই করা হবে। জানি না আপ কেন এই  সন্মেলনে ভয় পাচ্ছে?", মন্তব্য বিদ্রোহী আপ নেতা যোগেন্দ্র যাদবের।

লোকসভা ভোটে আপের হয়ে ১০০ জন প্রতিনিধিত্ব করেছেন, সম্মেলনে এমন সবাইকেই আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির ৬৭ জন বিধায়ককেও। সন্মেলনে যোগ দিয়েছেন টিমাপুরের জয়ী বিধায়ক পঙ্কজ পুস্কর।

এই সন্মেলনের ওপর কড়া নজরদারি জারি রেখেছে যাদব-বিরোধী গোষ্ঠী। কেজরিওয়াল গোষ্ঠী মনে করছে, এই সম্মেল দল বিরোধী কাজের সামিল। অভিযোগ উড়িয়ে দিয়ে যোগেন্দ্র যাদব বলেন, "আপ এমন একটি দল, যেখানে নেতা কর্মীদের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। অন্য দলে এমনটা হয় না।" 

.