যোগী রাজ্যে দশম শ্রেণী পাশ করলেই মেয়েদের জন্য দশ হাজার নগদ পুরস্কার
পাশ করলেই দশ হাজার টাকা! যোগী রাজ্যে এবার 'কন্যা রত্ন' দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরকারের পক্ষ থেকে মিলবে নগদ ১০ হাজার টাকা পুরস্কার, এমনই ঘোষণা করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। সরকারি আমলারা জানিয়েছেন, 'কন্যা বিদ্যা ধন যোজনা'র অংশ হিসাবে এই পুরস্কার দেওয়া হবে।
ওয়েব ডেস্ক: পাশ করলেই দশ হাজার টাকা! যোগী রাজ্যে এবার 'কন্যা রত্ন' দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরকারের পক্ষ থেকে মিলবে নগদ ১০ হাজার টাকা পুরস্কার, এমনই ঘোষণা করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। সরকারি আমলারা জানিয়েছেন, 'কন্যা বিদ্যা ধন যোজনা'র অংশ হিসাবে এই পুরস্কার দেওয়া হবে।
ইতিমধ্যেই দেশ জুড়ে সিবিএসই ও আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়ে গেছে। তবে, উত্তরপ্রদেশ রাজ্য বোর্ডের ফলাফল এখনও প্রাকাশ পায়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরপ্রদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র পরিবারের মেয়েদের জন্য সরকারি সাহায্যে গণবিবাহের কথা ঘোষণা করেছে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মহসিন রাজা জানিয়েছেন, "এই উদ্যোগকে আমরা রাজ্য সরাকরের একশো দিনের কাজের মধ্যে অন্তর্ভূক্ত করেছি"। (আরও পড়ুন- ফেল করা স্কুলে এবার চাকরি বাতিল শিক্ষকদের, কড়া পদক্ষেপ নীতিশ সরকারের)