১৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত 'এই' কাজে ব্যবহার করুন বাতিল নোট!

সময় পেরিয়ে যাচ্ছে? অথচ, আপনার হাতে থাকা ৫০০ বা ১০০০ টাকার বাতিল হওয়া নোটের গতি করতে পারছেন না? তাহলে এবার তা সহজেই করতে পারবেন। তবে, তার জন্য আপনার কাছে আর মাত্র ২৪ ঘণ্টা সময় আছে।

Updated By: Nov 13, 2016, 04:52 PM IST
১৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত 'এই' কাজে ব্যবহার করুন বাতিল নোট!

ওয়েব ডেস্ক : সময় পেরিয়ে যাচ্ছে? অথচ, আপনার হাতে থাকা ৫০০ বা ১০০০ টাকার বাতিল হওয়া নোটের গতি করতে পারছেন না? তাহলে এবার তা সহজেই করতে পারবেন। তবে, তার জন্য আপনার কাছে আর মাত্র ২৪ ঘণ্টা সময় আছে।

কি সেই কাজ? কীভাবে খরচ করা যাবে সেই টাকা?

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি সহ দেশের প্রতিটি শহর থেকে গ্রামে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে ট্যাক্স জমা দেওয়া যাবে। তবে তা আগামিকাল বিকেল পর্যন্তই। তারপর অবশ্য আর সেই টাকা গ্রাহ্য করা হবে না।

অন্যদিকে, আগামিকাল রাত ১২টা পর্যন্ত দিল্লির মিউনিসিপ্যালিটির অফিসগুলি খোলা থাকবে। সেই সঙ্গে আরও খোলা রয়েছে সেই অফিসগুলি। আগামী অর্থবর্ষের জন্যও এখন থেকেই আগাম কর জমা দেওয়া যাবে ওই অফিসগুলিতে। আর তাতেই অনেকটা সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে।

.