'বিখ্যাত' হতে গিয়ে পাকড়াও, শিখদের ধর্মীয় গ্রন্থের পাতা ছিঁড়ে রাস্তায় ছড়াল তরুণ
পুলিসের কাছে গোটা ঘটনা স্বীকার করেছে ওই তরুণ
নিজস্ব প্রতিবেদন: 'রিপোর্টার' হিসেবে বিখ্যাত হওয়ার চেষ্টা করতে গিয়ে পুলিসের হাতে পাকড়াও লুধিয়ানার ১৮ বছরের এক তরুণ। শিখদের পবিত্র গ্রন্থের পাতা ছিঁড়ে তা রাস্তায় ছড়িয়ে দিয়েছিল সে। তারপর সেই খবর সে দেয় গুরুদ্বারে। ওই তরুণের কথা শুনে সন্দেহ হয় পুলিসে। জেরা করতেই বেরিয়ে আসে আসল সত্য।
আরও পড়ুন-শুরু হয়েছে ব্যারাজের ক্ষতিগ্রস্ত লকগেট সারাইয়ের কাজ, টানা চারদিন জল নেই দুর্গাপুরে
সোমবার রাতে লুধিয়ানার প্রেম বিহারের জনশক্তিনগরেরর পাশে এক ধান জমির পাশের রাস্তা থেকে শিখদের পবিত্র গ্রন্থের কিছু ছেঁড়া পাতা উদ্ধার করে পুলিস। এনিয়ে এলাকায় হইচই পড়ে যায়।
পুলিস জানিয়েছে, ওই যুবক এলাকার একটি গুরুদ্বার কমিটিকে খবর দেয় দুজন পাগড়ি পরিহিত লোক গুরুদ্বারে ঢুকে পবিত্র গ্রন্থের পাতা ছিঁড়ে পালিয়েছে।
ওই ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা যায়, ওই যুবক নিজেই পাতা ছিঁড়ে গুরুদ্বার কমিটিকে জানিয়েছিল। কেন এমন করল সে? পুলিসকে ওই বছর আঠারোর তরুণ জানিয়েছে, চাঞ্চল্যকর খবর ছড়িয়ে বিখ্যাত হওয়ার চেষ্টা করেছিল সে। পুলিসের কাছে গোটা ঘটনা স্বীকার করেছে ওই তরুণ।
আরও পড়ুন-থার্ড ওয়েভের লাল সংকেত! ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পার করল ৬০০০
লুধিয়ানার পুলিস কমিশনার রাকেশ আগারওয়াল সংবাদমাধ্যমে জানিয়েছেন,স্বতন্ত্রনগর সিং সভা গুরুদ্বার কমিটির সভাপতি বলদেব সিংয়ের অভিযোগের ভিত্তিতে সেবা সিং নামে ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে।