দীর্ঘ ১৬ মাস পর জেল থেকে মুক্তি পেলেন জগনমোহন রেড্ডি

অবশেষে মুক্তি! ১৬ মাস পর জেল থেকে ছাড়া পেলেন ওইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডি। সোমবারই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ মামলায় জামিন পান ওইএসআর পুত্র। আজ চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান তিনি।

Updated By: Sep 24, 2013, 06:37 PM IST

অবশেষে মুক্তি! ১৬ মাস পর জেল থেকে ছাড়া পেলেন ওইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডি। সোমবারই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ মামলায় জামিন পান ওইএসআর পুত্র। আজ চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান তিনি।
নেতার মুক্তির অপেক্ষায় জেলের বাইরে অপেক্ষা করছিলেন বহু ওইএসআর সমর্থক। হাসি মুখে জেল থেকে বেরিয়ে সমর্থকদের দিকে হাত নাড়েন জগনমোহন রেড্ডি।
যদিও আদালতের অনুমতি আপাতত ছাড়া হায়দরাবাদের বাইরে যেতে পারবেন না জগনমোহন। মামলা চলাকালীন তাঁকে নিয়মিত আদালতে হাজিরাও দিতে হবে।
ব্যক্তিগত ২লক্ষ টাকার শর্তাধীন জামিনে বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগনমোহন রেড্ডিকে জামিন দিয়েছেন। আদালতের যে কোনও শর্ত লঙ্ঘন করলেই ফের জেল যেতে হবে তাঁকে।
গতবছর ২৭ মে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজাশেখর রেড্ডির ৪০ বছরের পুত্র জগনমোহনকে গ্রেফতার করে সিবিআই।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ মামলায় জগনমোহনের বিরুদ্ধে ১০টি চার্জশিট পেশ করেছিল সিবিআই।

.