বিরোধী জোটের শক্তি প্রদর্শনে কর্ণাটকের সরকারি কোষাগার থেকে খসল ৪৩ লক্ষ!
Aug 09, 2018, 23:27 PM IST
1/11
kumarsway
কংগ্রেসের সমর্থন নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন কুমারস্বামী। শপথগ্রহণ অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসেছিল। সনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছাড়াও বিরোধী দলের নেতানেত্রীরা হাজির ছিলেন ওই অনুষ্ঠানে।
2/11
rahul
কংগ্রেসের সমর্থন নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন কুমারস্বামী। শপথগ্রহণ অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসেছিল। সনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছাড়াও বিরোধী দলের নেতানেত্রীরা হাজির ছিলেন ওই অনুষ্ঠানে।
photos
TRENDING NOW
3/11
kumar brihat
বৃহত্ বেঙ্গালুরু মহানগর পালিকার কর্মীরা যখন বেতন পাননি, সেই সময় এই বিশাল খরচ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ৫ মাস ধরে বেতন না পওয়ায় আত্মহত্যাও করেছেন এক কর্মী।
4/11
karnataka1
কোন নেতার পিছনে কত টাকা খরচ হয়েছে?
5/11
chandrababu
বিজেপির সঙ্গে বিচ্ছেদের পর টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হাজির হয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। সবথেকে বেশি খরচ হয়েছে তাঁর আতিথেয়তায়। ৮,৩৪,০৯৩ টাকার বিল মেটাতে হয়েছে কর্ণাটক সরকারকে।
6/11
kamal
দক্ষিণী সুপারস্টার কমল হাসানের জন্য খরচ হয়েছে ১,০২,০৪০ টাকা।
7/11
arvind
তবে এই তালিকায় আশ্বর্যজনকভাবে রয়েছে কেজরিওয়ালের নাম। নিজেকে আম আদমি বলে ক্ষমতায় এসেছিলেন তিনি। সেই আম আদমি মুখ্যমন্ত্রীর জন্য খরচ হয়েছে ১,৮৫,১৮৮ টাকা।
8/11
akhilesh
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের জন্য খরচ হয়েছে ১,০২,৪০০ টাকা।
9/11
mayawati
দলিতদের মসিহা মায়াবতীর হোটেল বিল ১,৪১,৪৪৩ টাকা।
10/11
maha2
উল্লেখ্য, ২০১৩ সালে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথ ও ২০১৮ সালে বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার শপথগ্রহণের জন্য এক টাকাও সরকারি কোষাগার থেকে খরচ হয়নি।
11/11
maha1
বিজেপির বক্তব্য, নিজেকে তৃতীয় বিকল্পের নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন দেবগৌড়া। মহাজোটের শক্তি দেখাতে হলে দলের টাকার খরচ করতে পারতেন। এসবই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ।