Ranji Trophy 2019-20: বোনাস পেল বাংলা, হায়দরাবাদকে ইনিংসে হারাল মনোজরা
ট্রিপল সেঞ্চুরি করার জন্য এবার মনোজ তিওয়ারিকে পুরস্কৃত করার ভাবনা সিএবি-র।
নিজস্ব প্রতিবেদন: মনোজের দুরন্ত অপরাজিত ট্রিপল সেঞ্চুরি। দুই ইনিংসে আকাশদীপের সাত উইকেট। রঞ্জি ট্রফিতে সহজ জয় পেল বাংলা। হায়দরাবাদের বিরুদ্ধে ইনিংস জয়ের সুবাদে বোনাস সহ ৭ পয়েন্ট পেলেন অভিমন্যু ঈশ্বরনরা। কল্যাণীতে হায়দরাবাদকে এক ইনিংস আর ৩০৩ রানে হারাল বাংলা।
Match UPDATE: #BENvHYD- #RanjiTrophy,Day-3#BEN 1st Inn- 635/7 in 151.4 ovrs#MTiwary 303*(414), #SGoswami 95(165)#RKiran 3/74#HYD 1st Inn- 171/10 in 46.3 ovrs#JAli 72(108)#Shahbaz 4/26
HYD 2nd Inn- 161/10 in 46.2 ovrs #TRTeja 53(86)
ADeep 4/38
BEN won by an Inn & 303 runs pic.twitter.com/yofUBQoaBS
— CABCricket (@CabCricket) January 21, 2020
আকাশদীপ, শাহবাজদের দাপুটে বোলিংয়ে তিন দিনেই ম্যাচ জিতে নিলেন অরুণ লালের ছেলেরা। বাংলার ৬৩৫ রানের জবাবে প্রথম ইনিংস ১৭১ রানে শেষ হয়ে যাওয়ার পর হায়দরাবাদকে ফলো-অন করায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে যান রবি তেজারা। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন আকাশদীপ। শাহবাজ নেন দুটি উইকেট। ১৯ পয়েন্ট নিয়ে রঞ্জির পয়েন্ট টেবিলে একলাফে অনেকটা উপরে উঠে এল বাংলা।
২৭ জানুয়ারি থেকে দিল্লির বিরুদ্ধে খেলতে নামবেন মনোজ-অভিমন্যুরা। ট্রিপল সেঞ্চুরি করার জন্য এবার মনোজ তিওয়ারিকে পুরস্কৃত করার ভাবনা সিএবি-র।
আরও পড়ুন - গিলক্রিস্ট-ক্লার্কদের কোচের ভূমিকায় সচিন