মাঠে বসেই অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে টেস্ট উপভোগ করতে পারবেন দর্শকরা!

Oct 28, 2020, 20:48 PM IST
1/5

বুধবারই ভারতের অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ সূচি সরকারিভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।  

2/5

ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু প্রথম টেস্ট।  দিন-রাতের গোলাপি বলে টেস্ট হবে এখানেই।

3/5

 ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বক্সিং ডে টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে বসে দর্শকদের খেলা দেখার অনুমতি মিলেছে।  

4/5

সর্বসাকুল্যে ২৫ হাজার দর্শক মাঠে বসে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের সাক্ষী হবেন জানিয়ে দিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ। ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা।

5/5

স্থানীয় ভিক্টোরিয়া প্রশাসনের তরফে ছাড়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ।