ডিসেম্বরেই ভারতে আসতে চলেছে ১০ কোটি করোনা টিকা

Nov 14, 2020, 17:13 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: অবশেষে অপেক্ষার অবসান। ডিসেম্বরেই ভারতে আসতে চলেছে ১০ কোটি করোনা টিকা। 

2/6

সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, ‘‘ডিসেম্বরের মধ্যেই ভারতের হাতে আসবে অক্সফোর্ডের টিকা।’’ গত দু’মাসে ভারতে চার কোটি করোনার টিকা তৈরি করে ফেলেছে সেরাম ইনস্টিটিউট। 

3/6

পাশাপাশি, অতি দ্রুত নোভাভ্যাক্স টিকা তৈরি করাও শুরু করতে চলেছে সংস্থা।

4/6

ট্রায়াল রানে পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দ্রুত অনুমতি নেওয়ার চেষ্টা করবে সংস্থা। তাহলে ডিসেম্বরের মধ্যেি নিয়ে আসা যাবে করোনা ভাইরাস।  

5/6

তবে এখনই টিকা পাবে না সাধারণ মানুষ। বিপুলহারে চিকা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে ২০২৪ সাল হয়ে যাবে।  

6/6

কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন, যাঁরা করোনার বিরুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই করছেন আর যাঁদের এই রোগের থেকে ভয় সবচেয়ে বেশি, তাঁদের আগে করোনার টিকা দেওযার পরিকল্পনা রয়েছে।