Highest-Paid Football Managers: কোচিং করিয়েই চলে তাঁদের সংসার, মা লক্ষ্মীর কৃপায় সেরা ১০ ধনী ম্যানেজার যাঁরা
2/11
দিয়েগো সিমিওনে (৩.৩৩ মিলিয়ন ইউরো)
২০১১ থেকে এই আর্জেন্টাইনের দায়িত্বে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই মুহূর্তে তিনি ইউরোপের সবচেয়ে বেশি বেতন পাওয়া ম্যানেজার। সিমিওনে যুগেই অ্যাটলেটিকো স্পেনের তৃতীয় সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পর। সিমিওনে ক্লাবকে জিতিয়েছেন দু'টি করে লা লাগি ও ইউরোপা লিগ। তাঁর কোচিংয়েই অ্যাটলেটিকো মাদ্রিদ দু'বার খেলেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
photos
TRENDING NOW
3/11
পেপ গুয়ার্দিওলা (১.৮৯ মিলিয়ন ইউরো)
ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এক ডাকে চেনেন ফুটবল ফ্যানরা। বিশ্বের অন্যতম সেরা কোচ তিনি। সিটির থেকে বার্ষিক ২২ মিলিয়ন ইউরো পান তিনি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখে ফুল ফুটিয়ে ২০১৬ সালে সিটিতে আসেন পেপ। বিগত ছয় মরসুমে ক্লাবকে চারবার প্রিমিয়র লিগ জিতিয়েছেন।
4/11
জুরগেন ক্লপ (১.৪৯ মিলিয়ন ইউরো)
5/11
আন্তোনিও কোন্তে (১.৪৯ মিলিয়ন ইউরো)
6/11
ম্যাসিমিলিয়ানো আলেগ্রি (১.১৭ মিলিয়ন ইউরো)
7/11
ব্রেন্ডন রজার্স (ইউরো ৯৮৩কে )
8/11
কার্লো অ্যানসেলোত্তি ( ইউরো ৯১০কে)
9/11
হোসে মোরিনহো (ইউরো ৭৭০কে )
10/11
জুলিয়ান নাগেলসম্যান (ইউরো ৬৬৬কে )
11/11
সিমোন ইনজাঘি
photos