এক কোটি লিটার বিয়ার নর্দমায় ফেলে নষ্ট করল ফ্রান্স

May 07, 2020, 16:23 PM IST
1/5

বিয়ার নষ্ট

বিয়ার নষ্ট

এক কোটি লিটার বিয়ার নর্দমায় ফেলে নষ্ট করা হল। ৩০০টি বিয়ার উত্পাদনকারী সংস্থা সেখানে ক্ষতির মুখে পড়েছে। 

2/5

বিয়ার নষ্ট

বিয়ার নষ্ট

মার্চ মাসে ৩০০টি সংস্থা বিয়ার উত্পাদন করেছিল। এর পরই করোনাভাইরাস মহামারীর আকার নিয়েছে। ফলে এত পরিমাণ বিয়ার নষ্ট করা ছাড়া আর কোনও উপায় ছিল না সংস্থাগুলির।

3/5

বিয়ার নষ্ট

বিয়ার নষ্ট

বিয়ার বাক্সবন্দি হয়েই এতদিন পড়ে ছিল। তারই মধ্যে বিয়ারগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়া বিপুল পরিমাণ বিয়ার ফেলে দিতে বাধ্য হয় সংস্থাগুলি।

4/5

বিয়ার নষ্ট

বিয়ার নষ্ট

ফ্রান্সের বিয়ার উৎপাদনকারী সংগঠনের প্রধান ম্যাক্সিমো কোস্তিলহেস জানিয়েছেন, হোপি বিয়ার দুই বা তিন মাসের বেশি থাকলেই তার স্বাদ ও গুণ নষ্ট হয়ে যায়। ফলে সেগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় ছিল না।

5/5

বিয়ার নষ্ট

বিয়ার নষ্ট

ফ্রান্সে ৩০০টি সংস্থা কয়েকশো মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যে তারা সরকারি সাহায্য চেয়েছে। বিয়ার উত্পাদনকারী দেশ হিসাবে ফ্রান্সের নামডাক রয়েছে। কিন্তু সেখানেই এখন বিয়ার পান করার লোকের অভাব!