শীঘ্রই আসছে 'অটল কয়েন', এমনটাই দেখতে হবে

Dec 14, 2018, 20:36 PM IST
1/6

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ছবি দিয়ে আসতে চলেছে মুদ্রা। অটলবিহারী বাজপেয়ীর ছবি দিয়ে ১০০ টাকার মুদ্রা আনছে মোদী সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর ৯৫ তম জন্মদিনে এই স্মারক মুদ্রা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

2/6

সূত্রের খবর, অটলবিহারীর ছবি দেওয়া স্মারক কয়েন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 

3/6

জানা গিয়েছে, মুদ্রার এক পিঠে থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি। উলটো পিঠে থাকবে অশোক স্তম্ভ। দেবনাগরীতে লেখা থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর পুরো নাম। তাঁর জন্মের বছর ১৯২৪ ও প্রয়াণকাল ২০১৮ লেখা থাকবে। 

4/6

১০০ টাকার মূল্যের স্মারক মুদ্রার ওজন হতে চলেছে ৩৫ গ্রাম। তাতে থাকবে ৫০ শতাংশ রূপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ করে নিকেল ও জিঙ্ক।   

5/6

জানা গিয়েছে, মুদ্রাটি ৩৩০০-৩৫০০ টাকায় বিক্রি করা হতে পারে। মুম্বইয়ের টাকশালে শীঘ্রই শুরু হয়ে যাবে মুদ্রা তৈরির কাজ।  

6/6

বলে রাখি, চলতি বছরের ১৬ অগস্ট প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।