Helicopter Crash: মর্মান্তিক! মাঠের উপর ভয়ংকরভাবে ভেঙে পড়ল উপকূলরক্ষীর হেলিকপ্টার, মৃত ৩...

Gujarat: প্রশিক্ষণ চলাকালীন আচমকাই ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত আরও ২।

Jan 05, 2025, 15:38 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের প্রথম রবিবারে ভয়াবহ দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন আচমকাই ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত আরও ২। ঘটনাটি ঘটে, গুজরাতের পোরবন্দরে কোস্টগার্ড এয়ার এনক্লেভে। 

2/6

জানা গিয়েছে, রবিবার সকালে গুজরাতের পোরবন্দরে কোস্ট গার্ড এয়ারপোর্টে প্রতিদিনের মত প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেই সময়ে হেলিকপ্টারে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। এবং তাতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।  

3/6

আরও জানা যায়, আগুন লেগে যাওয়ার সময় ভয়ে একজন হেলিকপ্টার থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন অপর দুই আরোহী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়। টনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের দ্রুত উদ্ধার করে সিভিল হাসপাতালে পাঠানো হয়।   

4/6

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমাবনটি 'অ্যাডভান্সড লাইট' জাতীয় হেলিকপ্টার ছিল। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে ALH-ধ্রুব নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টারটি।  

5/6

তবে সঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ে, তা এখনও জানা যায়নি। 

6/6

যদিও কোস্ট গার্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।