NRS-এর চেস্ট ওয়ার্ডের ১১০টি শয্যাকে কোভিড ইউনিটে রূপান্তর

Aug 18, 2020, 15:33 PM IST
1/5

অয়ন ঘোষাল: রাজ্যের কোভিড যুদ্ধে নয়া পালক। আজ বেলা ১টা থেকে এনআরএস হাসপাতালের চেস্ট ওয়ার্ডের তিনটি ঘরের ১১০টি শয্যাকে কোভিড ইউনিটে রূপান্তর করা হল। থাকছে নন ইনভেসিভ ভেন্টিলেশনের ব্যবস্থা। 

2/5

রাজ্যে ক্রমশ বেড়ে চলা আক্রান্তের সংখ্যা এবং সরকারি বেসরকারি হাসপাতালে বেডের আকাল নিয়ে উঠেছে অজস্র অভিযোগ। এর মাধ্যমে কিছুটা হলেও সেই সমস্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। তাছাড়া, বেসরকারি হাসপাতালের লাগামছাড়া কোভিড বিলের থেকেও মিলবে কিছুটা পরিত্রাণ।

3/5

রাজ্যে ২৯টি সরকারি এবং ৫৫টি বেসরকারি কোভিড হাসপাতাল রয়েছে। মঙ্গলবার সরকারি হাসপাতালে ইউনিট বেড়ে হল ৩০টি। আইসিইউ-এর সংখ্যা ১২৩৪। মোট ৭৯০টি ভেন্টিলেশন। 

4/5

তবে এটি বাদে আপাতত বাকি কোনো বিভাগের একটিও আসন কমেনি। চেস্ট বিভাগ স্টুডেন্ট হেল্থ হোমে শিফট করিয়ে দেওয়া হয়েছে । এই ওয়ার্ডে থাকছে ৫ টি ভেন্টিলেটর। টেস্টিং টেলি মেডিসিন, ভর্তি, শুশ্রুষা সমস্ত কিছুর কমপ্যাক্ট ইউনিট তৈরি হয়েছে। 

5/5

এছাড়াও আহমেদ ডেন্টাল কলেজের নিউ বিল্ডিংয়ে আর একটি সরকারি কোভিড ইউনিট এ মাসেই গড়ে উঠবে বলে জানা গিয়েছে।