নিউজল্যান্ডের সমুদ্র সৈকতে সারি দিয়ে পড়ে মৃত তিমি, মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা

Nov 26, 2018, 18:03 PM IST
1/8

মৃত তিমিদের সারি

Whale_1

 নিউ জিল্যান্ডের ম্যাসন উপসাগরের সৈকতে ১৪৫টি মৃত পাইলট তিমি উদ্ধার করা হল।

2/8

মৃত তিমিদের সারি

Whale_2

 সৈকতে সারি দিয়ে পড়ে থাকা মৃত তিমিদের খোঁজ পান এক পথচারী। পাইলট তিমির মধ্যে রয়েছে ১০ টি পিগমি এবং একটি স্পার্ম তিমিও।

3/8

মৃত তিমিদের সারি

Whale_3

এক সঙ্গে এতগুলো তিমির মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা। তবে, নিউ জিল্যান্ডে তিমিদের মৃত্যু সাধারণ ঘটনা। 

4/8

মৃত তিমিদের সারি

Whale_4

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই তিমিদের মৃত্যুর পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। 

5/8

মৃত তিমিদের সারি

Whale_5

বিশেষজ্ঞদের দাবি, অসুস্থতা, জোয়ার-ভাটার জেরে দিকভ্রান্ত কিংবা শিকারিদের ধাওয়া খেয়ে তাদের করুণ পরিণতি ঘটেছে।

6/8

মৃত তিমিদের সারি

Whale_6

সৈকতে প্রায় ২ কিলোমিটার জুড়ে মৃত তিমির সন্ধান পাওয়া যায়।

7/8

মৃত তিমিদের সারি

Whale_7

এখনও যে সব তিমির ক্ষীণ বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, তাদের মেরে ফেলা হচ্ছে।

8/8

মৃত তিমিদের সারি

Whale_8

উদ্ধারকারীদের দাবি, তাদের বেঁচে থাকাটা অত্যন্ত বেদনাদায়ক।