15 Minutes Before Death: মৃত্যুর ১৫ মিনিট আগে কী চলে মানুষের মস্তিষ্কে? জানলে অবাক হবেন

মৃত্যুর আগের মুহূর্তের মস্তিষ্কের অবস্থা রেকর্ড করেছেন গবেষকরা।

Feb 23, 2022, 21:19 PM IST
1/6

মৃত্যুর ঠিক আগে কী চলে মানুষের মস্তিষ্কে?

Brain Before Death

নিজস্ব প্রতিবেদন: মৃত্যু ডাকছে! যমরাজ দাঁড়িয়ে! বুঝতে পারছেন পৃথিবীর মায়া কাটিয়ে কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে! ঠিক তখন কী চলে মানুষের মস্তিষ্কে? এই প্রথমবার সেই উত্তর দিলেন গবেষকরা। কেবল উত্তর দেওয়ায়ই নয়, ওই সময় মানব দেহের সবচেয়ে জটিল অঙ্গ অর্থাৎ মস্তিষ্কের স্থিতির নাকি ভিডিও রেকর্ডিং করেছেন তাঁরা।

2/6

মৃত্যুর ১৫ মিনিট আগের মস্তিষ্কের অবস্থা

15 minutes before death

এক বিদেশী সংবাদপত্র সূত্রে খবর, মৃগী রোগে আক্রান্ত ৮৭ বছরের এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইলেক্ট্রোএনসেফালোগ্রাম (EEG) করা হয়। হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। ওই বৃদ্ধেরই মৃত্যুর ১৫ মিনিট আগের মস্তিষ্কের অবস্থা রেকর্ড করেছে চিকিৎসকরা। এরপর সেই রেকর্ডিং নিয়ে গবেষণা চলে।  

3/6

মৃত্যুর ঠিক ৩০ সেকেন্ড হৃদস্পন্দন...

30 second before death

গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর ঠিক ৩০ সেকেন্ড আগে রোগীর হৃদস্পন্দন বহুগুণ বেড়ে যায়। ওই সময় তাঁর মস্তিষ্কে এক অদ্ভুদ তরঙ্গ তৈরি হয়। যাকে বিজ্ঞানের ভাষায় Gamma Oscillations বলা হয়।

4/6

মৃত্যুর আগে মানুষের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে

Brain fast before Death

গবেষকরা আরও জানিয়েছেন, মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে মানুষের মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। স্বপ্নের জগতে বা ঘোরের মধ্য়ে বিরাজ করে মানুষ। মস্তিষ্ক সচল থাকলেও দেহ অচল হয়ে যেতে থাকে।

5/6

কী বলচেন নিউরো সার্জেন?

Doctor said

Le Louisville Zemmer বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নিউরো সার্জেন ডাক্তার Louisville Zemma জানান, Gamma Oscillations ওয়েভের সময় মানুষের তাঁর জীবনের মন ভাল স্মৃতিগুলো মনে করতে থাকেন।  

6/6

মৃত রোগীর মস্তিষ্কের গবেষণা

Dead people's mind

এমনকী মৃত ওই মৃগীরোগীর মস্তিষ্কের গবেষণা করেও দেখা গিয়েছে, তিনিও মৃত্যুর আগের মুহুর্তে জীবনের ভাল স্মৃতি গুলোকেই মনে করছিলেন।.